সাধ্যের দাম ভারতে লঞ্চ হল Motorola Moto E7 Power, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

Feb 21, 2021, 17:54 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: মধ্যবিত্তের জন্য Motorola  নিয়ে এল Moto E7 Power।  দাম- ৭৪৯৯ টাকা। যাতে থাকছে ৫০০০ mAh ব্যাটারি।  Flipkart থেকে কিনতে পারবেন এই ফোন। 

2/6

এতে থাকছে ৬.৫-inch HD display। Redmi 9i, Poco C3, Realme C3, Realme C12 সঙ্গে প্রতিদ্বন্ধিতা করবে বলে মনে করছে ওয়াকিবহালমহল। 

3/6

এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ২ জিবি RAM ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, অন্যটি ৪ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। প্রথম ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। দ্বিতীয়টির দাম ৮২৯৯ টাকা। 

4/6

২৬ ফেব্রুয়ারি থেকে  Flipkart ও অন্যান্য খুচরো ব্যবসায়ীর থেকে কিনতে পারবেন।

5/6

ফোনে থাকছে ৬.৫ HD+ LCD display with ৭২০×১,৬০০ resolution। সঙ্গে MediaTek Helio G25 octa-core প্রসেসর।  Type-C USB চার্জিং থাকছে।   

6/6

Android 10 -এ চলা এই ফোনে থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এই ফোনে।  পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।