'ভূতুড়ে ঢিল' ঘুম কেড়েছে মালবাজারবাসীর

Aug 21, 2018, 14:48 PM IST
1/7

অশরীরী হস্টেলের পর এবার 'ভূতুড়ে ঢিল'। ভূতুড়ে ঢিলের আতঙ্কে আতঙ্কিত জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দেবী পাড়া এলাকা।

2/7

সোমবার তখন ঘড়ির কাঁটা রাত ১০টা ছুঁই ছুঁই। আচমকাই টুপ টাপ করে ঢিল পড়া শুরু হল এলাকায়।

3/7

কে ছুঁড়ছে, কোথা থেকে এসে এই ঢিল পড়ছে, কিছুই হদিশ মেলেনি। কিন্তু কখনও ঘরের ছাদে, কখনও উঠোনে ঢিল এসে পড়তে থাকে। এমকি ঢিলের আঘাতে কেউ কেউ আহতও হন।

4/7

আতঙ্কে ঘর ছেড়েছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে শিশুদের মনে।

5/7

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার পুলিস। ঘুরে দেখে গ্রামের আশপাশ। বেশ কিছুক্ষণ গ্রামে টহলও দেয় পুলিস।

6/7

কিন্তু পুলিস ফিরে যাওয়ার পরই আবার 'ঢিল হামলা' শুরু হয় বলে দাবি গ্রামবাসীদের।

7/7

প্রসঙ্গত, মাল ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব দলাই গাঁও এলাকায় অবস্থিত বাংলা মডেল হাইস্কুলের হস্টেলে রাত হলেই নানারকম আওয়াজ শুনতে পাওয়া যায় বলে দাবি স্থানীয়দের। সেখানেও দানা বেঁধেছে অশরীরী আতঙ্ক।