ফেলে আসা দিন, পরিচালক বিমল রায়ের ছেলের সঙ্গে সাদাকালো ছবি পোস্ট নীনার

Mar 08, 2020, 19:37 PM IST
1/6

মাঝে মধ্যে পুরনো নানান মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী নীনা গুপ্তা। সম্প্রতি, পরিচালক খ্যাতনামা বিমল রায়ের ছেলে জয় রায়ের সঙ্গে বহু পুরনো একটি সাদা কালো ছবি শেয়ার করেছেন নীনা। যেখানে সিঁড়িতে বসে জয় রায়কে কিছু বোঝাতে দেখা যাচ্ছে নীনা গুপ্তাকে। ছবি শেয়ার করে নীনা লিখেছেন, ''কত পুরনো ছবি, ধন্যবাদ জয় রায়।'' প্রসঙ্গত জয় রায়ের বাবা খ্যাতনামা পরিচালক বিমল রায় মারা যান ১৯৬৬ সালে। 'দো বিঘা জমিন', 'সুজাতা' , 'বন্দিনী', 'পরখ' সহ বহু হিট ছবি বানিয়েছেন বিমল রায়। 

2/6

কিছুদিন আগে ১৯৯৫ সালে 'ত্রিকাল' ছবি থেকে সহঅভিনেতা নিখিলের সঙ্গে একটি সিনেমার একটি দৃশ্য শেয়ার করেন নীনা গুপ্তা। 

3/6

ফিল্ম 'ড্যাডি'র শ্যুটিং লেটে একটি ছবি শেয়ার করেছেন নীনা গুপ্তা। সেখানে নীনার সঙ্গে মহেশ ভাট, পূজা ভাট, অনুপম খের সহ আরও অনককেই দেখা যাচ্ছে। 

4/6

এই ছবিটি বহু জনপ্রিয় ধারাবাহিক 'সাঁস' এর একটি দৃশ্য। এটিও কিছুদিন আগে শেয়ার করেছিলেন নীনা। 

5/6

২৫ বছর আগের এই ছবি শেয়ার করে নীনা লেখেন, ''২৫ বছর আগেও ছোট করে চুল কেটে ফেলার সাহস দেখিয়েছিলাম।''

6/6

১৯৯৩ সালে মুক্তি পাওয়া ছবি 'ভগবত গীতা'-এর একটি ছবি।