একদিনের ক্রিকেটে প্রথম জয় পেল নেপাল

Aug 04, 2018, 09:03 AM IST
1/8

8

একদিনের ক্রিকেটে প্রথম জয় পেল নেপাল

# শুক্রবার নেদারল্যান্ডসের আমস্তেলভিনে একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও নেপাল। দ্বিতীয় একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নেপাল অধিনায়ক পরশ খাদকা। প্রসঙ্গত মার্চ মাসেই ওডিআই স্ট্যাটাস পায় নেপাল।     

2/8

7

একদিনের ক্রিকেটে প্রথম জয় পেল নেপাল

# অধিনায়ক পরশ খাদকা (৫১) এবং সোমপাল কামি (৬১)- এই দু'জনের কাঁধে ভর করেই সম্মানজনক রান তোলে নেপাল।

3/8

6

একদিনের ক্রিকেটে প্রথম জয় পেল নেপাল

# ২১৬ রানে অল আউট হয়ে যায় নেপাল। নেদারল্যান্ডসের হয়ে ক্লাসেন ৩টি, রিপন ও সিলার ২টি করে উইকেট পান।  

4/8

5

একদিনের ক্রিকেটে প্রথম জয় পেল নেপাল

# চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এদিন একদিনের ক্রিকেটে অভিষেক হল নেপালের রোহিত কুমার পৌদেলের। ১৫ বছর ৩৩৫ দিন বয়সে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

5/8

4

একদিনের ক্রিকেটে প্রথম জয় পেল নেপাল

#  ২১৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে নেদারল্যান্ডসের  

6/8

3

একদিনের ক্রিকেটে প্রথম জয় পেল নেপাল

# ওয়েসলি বারেসি একা কুম্ভ হয়ে লড়াই করেন নেপালিদের বিরুদ্ধে। ৭১ রান করেন তিনি।  

7/8

2

একদিনের ক্রিকেটে প্রথম জয় পেল নেপাল

# নেপালের সন্দীপ লামিছানে (৩) এবং ললিত ভান্ডারি(২) দুরন্ত বোলিং করেন।  

8/8

1

একদিনের ক্রিকেটে প্রথম জয় পেল নেপাল

# শেষ বলে রুদ্ধশ্বাস জয় নেপালের। নেপাল অধিনায়ক পরশ, ক্লাসেনকে রানআউট করতেই ইতিহাস গড়ে ফেলল নেপাল। এক রানে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয় পেল তারা।