ফাঁসির বাকি আর দুদিন, প্রাণ বাঁচাতে শেষ চেষ্টা করল নির্ভয়ার দোষীরা

Jan 30, 2020, 15:39 PM IST
1/5

ফাঁসির বাকি দুদিন

ফাঁসির বাকি দুদিন

আর মাত্র দুদিন বাকি ফাঁসির। শেষবেলায় বাঁচার মরিয়া চেষ্টা করছে নির্ভয়ার দোষীরা। যে কোনও উপায়ে চার দোষীর ফাঁসি আটকানোর চেষ্টা চালাচ্ছেন তাঁদের আইনজীবী। 

2/5

ফাঁসির বাকি দুদিন

ফাঁসির বাকি দুদিন

ফাঁসি স্থগিত রাখার আর্জি জানিয়ে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পিটিশন দাখিল করেছে নির্ভয়া কাণ্ডের এক দোষী অক্ষয় সিং। গত বৃহস্পতিবার তার কিউরেটিভ পিটিশন সুপ্রিম কোর্টে খারিজ হয়েছিল।

3/5

ফাঁসির বাকি দুদিন

ফাঁসির বাকি দুদিন

আরেক অপরাধী বিনয় শর্মা ফের রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করেছে। তাঁর দাবি, বিচারাধীন অবস্থায় জেলে থাকাকালীন প্রতিটা দিন কেটেছে মৃত্য়ুর সমান। তা হলে আবার ফাঁসি কেন!

4/5

ফাঁসির বাকি দুদিন

ফাঁসির বাকি দুদিন

২০১২ সালে ১৬ ডিসেম্বর দিল্লিতে একটি বাসে নির্ভয়ার ধর্ষণ করেছিল পাঁচ জন। তার পর নির্ভয়ার উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল  তারা। পাঁচজনের মধ্যে একজন রাম সিং জেলে আত্মহত্যা করেছিল। বাকি চারজনকে একসঙ্গে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। 

5/5

ফাঁসির বাকি দুদিন

ফাঁসির বাকি দুদিন

বিনয় শর্মার দাবি, ২০১২-র পর থেকে প্রতিটা দিন তাঁকে নরকের যন্ত্রণা সহ্য করতে হয়েছে। প্রতিদিনের এই যন্ত্রণা মৃত্যুর থেকে কম নয়। তাই তাঁকে যেন রেহাই দেওয়া হয়!