সংসদে সীতারমনের 'রাফাল' হামলার প্রশংসায় প্রধানমন্ত্রী

Jan 04, 2019, 20:59 PM IST
1/6

রাফাল নিয়ে বিতর্কে লোকসভায় এদিন মুখ খুলেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। বিষয় ধরে ধরে কংগ্রেসকে নিশানা করেছেন মোদীর মন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রীর জবাবে প্রত্যাশিতভাবেই খুশি প্রধানমন্ত্রী।   

2/6

নির্মলার বক্তব্যটি টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ''সংসদে  প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের বক্তব্য কুত্সার প্রচারকে গুঁড়িয়ে দিয়েছে''। 

3/6

এদিন লোকসভায় সীতারমন প্রশ্ন তোলেন, কেন ১০ বছরের ইউপিএ শাসনে একটাও যুদ্ধবিমান কিনতে ব্যর্থ হয়েছে কংগ্রেস? প্রতিরক্ষামন্ত্রী বলেন, ''দরপত্র চাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাওয়া হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে। দরপত্রে কী কোনওভাবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করা সম্ভব? এটা দেশের নিরাপত্তার বিষয়। যুদ্ধবিমান কেনার গুরুত্ব ভুলে যাচ্ছেন''।

4/6

সীতারমন মনে করিয়ে দেন, ২০০৪-১৪ সালের মধ্যে ৪০০টি যুদ্ধবিমান বাড়িয়ে নিয়েছে চিন। পাকিস্তানও তাদের F-16 যুদ্ধবিমান দ্বিগুণ করেছে। তাঁর খোঁচা,''আমরা প্রতিরক্ষার ডিল করি না। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে ডিল করি''। 

5/6

মোদী সরকারকে হ্যালকে ১ লক্ষ কোটি টাকার বরাত দিয়েছে বলে দাবি করেন নির্মলা সীতারমন। একইসঙ্গে চুক্তিতে রিল্যায়ান্সের অন্তর্ভূক্তিতে সরকারের কোনও হাত নেই বলেও স্পষ্ট করেছেন প্রতিরক্ষামন্ত্রী।   

6/6

সীতারমনের বক্তব্যের পর রাহুল গান্ধী বলেন, অনেক প্রশ্ন তোলা হয়েছিল। কোনও প্রশ্নের জবাবই দেননি। তার বদলে নাটক করতে শুরু করেন।