জলের দরে জোড়া 4G ফোন আনল Nokia, চমকে দেওয়ার মতো ফিচার্স

Oct 21, 2020, 18:32 PM IST
1/11

নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরসুমে আসছে নতুন নতুন স্মার্টফোন। আত্মপ্রকাশ করেছে অ্যাপেলের আইফোন ১২। স্মার্টফোনের বাজারেই সস্তায় জোড়া 4G ফোন আনল Nokia।      

2/11

Nokia 215 4G ও Nokia 225 4G নামে দুটি ফিচার ফোনের ঘোষণা করেছে এইচএমডি গ্লোবাল।

3/11

ফোনে রয়েছে 4G VoLTE-র সুবিধা। এর পাশাপাশি রয়েছে এফএম রেডিয়ো ও ইন্টারনেট ব্রাউজিং। 

4/11

Nokia 215-র দাম মাত্র ২,৯৪৯ টাকা। ২৩ অক্টোবর থেকে শুরু হবে অনলাইন বিক্রি। অফলাইনে পাওয়া যাবে ৬ নভেম্বর থেকে। 

5/11

নোকিয়া ২১৫ পাওয়া যাবে কালো ও সবুজ রঙে। ফোনে রয়েছে সফট টাক কিম্যাট। সহজেই হাতের মুঠোয় ধরা যাবে। এর পাশাপাশি ব্যাটারির আয়ুও অনেক বেশি। 

6/11

নোকিয়া ২১৫ ফোনে প্রসেসর থাকছে Unisoc UMS9117। মাইক্রো ইউএসবি পোর্ট, ডুয়েল সিম ও এফএম রেডিয়ো থাকছে ফোনে।  

7/11

Nokia 225-র দাম ৩৪৯৯ টাকা। ২৩ অক্টোবর থেকে অনলাইনে বিক্রি। অফলাইনে ৬ নভেম্বর থেকে পাওয়া যাবে। 

8/11

নোকিয়া ২২৫ ফোনটি পাওয়া যাবে কালো, মেটালিক ও নীল রঙে। থাকছে ১১৫০ এমএএইচ ব্যাটারি। 

9/11

নোকিয়া ২২৫ ফোনে রয়েছে ০.৩ মেগাপিক্সেল ভিজিএ ক্যামেরা। 

10/11

Unisoc UMS9117 প্রসেসর থাকছে ফোনে। রয়েছে ডুয়েল সিম।

11/11

এইচএমডি গ্লোবাল জানিয়েছে, ফিচার ফোনে শীর্ষ সংস্থা নোকিয়া। কয়েক লক্ষ মানুষের কাছে ফোন নেই। তাঁদের কাছে সস্তায় ফোন দেওয়াই সংস্থার লক্ষ্য। দু'টি নতুন ফোনের সঙ্গে গ্রাহকরা পরিচিত। তবে তা আধুনিক।