Nostradamus-এর ভবিষ্যদ্বাণীই কি তবে সত্যি! পৃথিবীর দিকে ধেয়ে আসছে Eiffel Tower-এর সমান 'বিপদ'

Jan 06, 2021, 11:56 AM IST
1/8

French জ্যোতিষী Nostradamus ভবিষ্যদ্বাণী করেছিলেন এমনটাই। ২০২১-এর শুরুতেই বড় বিপদের মুখে পড়তে হবে পৃথিবীবাসীকে। সেই ভবিষ্যদ্বাণীই কি তবে সত্যি হল!

2/8

Eiffel Tower-এর সমান একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। ২০২১-এর শুরুতেই যে কোনও সময় এটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

3/8

এই গ্রহাণুর নাম 2021 CO247. পৃথিবীর 7.4 million kilometres এলাকাজুড়ে এই গ্রহাণু আছড়ে পড়তে পারে।

4/8

NASA জানিয়েছে, আজ  2021 AC নামের একটি গ্রহাণু পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়বে। পৃথিবীর গা ঘেঁষে সেটি বেরিয়ে যাবে বলে জানানো হয়েছে।

5/8

২০২১-এর শুরুর দিনেই তিনটি গ্রহাণু পৃথিবীর গাঁ ঘেঁষে বেরিয়ে গিয়েছে। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা হয়েছে। 2019 YB4 গ্রহাণু পৃথিবীর সঙ্গে সাড়ে ছয় কিমি দূরত্ব রেখে বেরিয়েছে।  

6/8

NASA-র তরফে জানানো হয়েছে, গ্রহাণুর ধেয়ে আসার ঘটনা নতুন কিছু নয়। প্রতি বছরই নির্দিষ্ট সময় পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়ে এক বা একাধিক গ্রহাণু।  

7/8

তবে গ্রহাণুর গতিপথ নির্ধারণ বড় সমস্যা হয়ে দাঁড়ায়। পৃথিবীর কক্ষপথে প্রবেশের পরই গ্রহাণুদের গতিবিধি আন্দাজ করা কিছুটা সম্ভব হয়।  

8/8

6,338টি ভবিষ্যদ্বাণী করেছিলেন French জ্যোতিষী Nostradamus. তার মধ্যে 3797টি এখনও পর্যন্ত সঠিক বলে প্রমাণিত হয়েছে।