V-Shaped Top Notch, সঙ্গে রঙের জেল্লা, Oppo F9 দেখলেই মনে হয় কিনি কিনি

Aug 21, 2018, 15:26 PM IST
1/6

ভারতে লঞ্চ হল Oppo-র লেটেস্ট স্মার্টফোন Oppo F9 ও Oppo F9 Pro. শুধুমাত্র RAM-এর তারতম্য ছাড়া ফোনদু'টিতে তেমন কোনও ফারাক নেই। ওপো এফ ৯-এ রয়েছে ৪ জিবি RAM. F9 Pro-তে রয়েছে ৬ জিবি। ফোনদু'টিতে রয়েছে ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যা দিয়ে তোলা যায় HDR-ও। এছাড়া রয়েছে V-নচ ডিসপ্লে। 

2/6

গত ১৫ অগাস্ট ভিয়েতনামে F9 লঞ্চ করেছিল Oppo। তখনই ফাঁস হয়ে গিয়েছিল এর স্পেসিফিকেশন। জানা গিয়েছিল ফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা ও মিডিয়াটেক চিপসেট। হলও তাই। এছাড়া দু'টি ফোনেই রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিউটি টেকনোলজি ২.১। সঙ্গে রয়েছে গুগল লেন্সের সাপোর্ট। 

3/6

ডুয়াল সিম Oppo F9-এ রয়েছে অ্যান্ডরয়েড ৮.১ অপারেটিং সিস্টেম। রয়েছে ৬.৩ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ফোনের Mediatek Helio P60 চিপসেটটি ২.০ গিগাহার্তজে ক্লক করা। 

4/6

ফোনটির পিছনে রয়েছে ডুয়ার ক্যামেরা সেট আপ। যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল f/1.8. সেকেন্ডারি ক্যামেরাটি ২ মেগাপিস্কেলের। ফোনটি দিয়ে ১২০ fps 720p ভিডিও তোলা যায়। 

5/6

Oppo F9 Pro-তে রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। যা মাইক্রো এসডি দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাজানো সম্ভব। ফোনদু'টিতে রয়েছে ৩৫০০ mAh ব্যাটারি। যা VOOC ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে। 

6/6

ভারতে Oppo F9-এর দাম রাখা হয়েছে ১৯,৯৯০ টাকা। Oppo F9 Pro-এর দাম ২৩,৯৯০ টাকা। সানরাইজ রেড, টোয়াইলাইট ব্লু ও স্টারি পার্পল রঙে পাওয়া যাবে ফোনদু'টি। Flipkart, Amazon ও PayTM-এ পাওয়া যাবে এই ফোন। পাওয়া যাবে দোকানেও।