অবশেষে হাই তোলা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ

Jun 23, 2019, 14:46 PM IST
1/5

হাই তোলা নিয়ে সরফরাজের বক্তব্য

হাই তোলা নিয়ে সরফরাজের বক্তব্য

মাঠে খেলা চলাকালীন হাই তুলছেন পাক অধিনায়ক। তাও যেমন তেমন ম্যাচে নয়। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে। সরফরাজ আহমেদের সেই হাই তোলার ভিডিও ও ছবি মুহূর্তে ভাইরাল হয়েছিল। তার পর থেকে একের পর এক সমালোচনা উড়ে এসেছিল তাঁর জন্য। 

2/5

হাই তোলা নিয়ে সরফরাজের বক্তব্য

হাই তোলা নিয়ে সরফরাজের বক্তব্য

ভারতের বিরুদ্ধে ম্যাচের দিন সেই হাই তোলা নিয়ে এত সমালোচনার পরও কিছু বলেননি সরফরাজ। কিন্তু আর চুপ থাকতে পারলেন না। লন্ডনের এক মল একজন পাক সমর্থক চরম হেনস্থা করেন সরফরাজকে। পাক ক্যাপ্টেন এত কিছুর পর বললেন, ''সবার একটা ব্যক্তিগত জীবন থাকে। সমর্থকদের যেটা মনে হয় সেটাই তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে দেন। এগুলো কষ্ট দেয়। একজন ক্রিকেটারকে মানসিক দিক থেকে পিছিয়ে দেয়।''

3/5

হাই তোলা নিয়ে সরফরাজের বক্তব্য

হাই তোলা নিয়ে সরফরাজের বক্তব্য

সেদিনের হাই তোলার প্রসঙ্গ ওঠায় সরফরাজ বললেন, ''হাই তুলেছি। কোনও অপরাধ তো করিনি। এটা একটা অতি সাধারণ ব্যাপার। সেটাকে ফলাও করে দেখানো হচ্ছে। আমার হাই তোলার ছবি বা ভিডিয়ো দেখিয়ে কিছু মানুষের যদি অর্থ উপার্জন হয় তা হলে ভাল।'' 

4/5

হাই তোলা নিয়ে সরফরাজের বক্তব্য

হাই তোলা নিয়ে সরফরাজের বক্তব্য

সরফরাজের ফিটনেস নিয়ে পাকিস্তানের প্রাক্তন তারকারাই প্রশ্ন তুলেছেন। পাক অধিনায়ক অবশ্য নিজেকে আনফিট হিসাবে মেনে নিতে নারাজ। সরফরাজ পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, ''টিম খারাপ পারফর্ম করলে অনেকে অনেক রকম খুঁত খুঁজে বের করবেন। এটা একটা দুঃসময়। আমরা খুব তাড়াতাড়ি এই দুঃসময় কাটিয়ে উঠব।''

5/5

হাই তোলা নিয়ে সরফরাজের বক্তব্য

হাই তোলা নিয়ে সরফরাজের বক্তব্য

আজ মরণ-বাঁচন ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে পাকিস্তান। তার আগে সরফরাজ কিন্তু দেশের ক্রিকেট সমর্থকদের উদ্দেশেও মুখ খুলেছেন। বলেছেন, "সমালোচনা করুন, কিন্তু গালিগালাজ করবেন না। সুস্থ স্বাভাবিক সমালোচনা আমরা মাথা পেতে নেব।"