করোনা টেস্ট হল ইমরান খানের! ফল কী, জানালেন পাক প্রধানমন্ত্রীর সহায়ক

Apr 22, 2020, 21:48 PM IST
1/5

ইমরান খানের করোনা টেস্ট

ইমরান খানের করোনা টেস্ট

পাকিস্তানের এক সমাজসেবীর সঙ্গে কিছুদিন আগে বৈঠক করেছিলেন ইমরান খান। সেই সমাজসেবী ফয়জল ইধির শরীরের করোনার জীবাণু ধরা পড়েছে। এর পর বাধ্যতামূলকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর করোনা টেস্ট করানো হয়।

2/5

ইমরান খানের করোনা টেস্ট

ইমরান খানের করোনা টেস্ট

ইমরান খানের সহায়ক জুলফি বুখারি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, খান  সাহেবের করোনা টেস্ট নেগেটিভ হয়েছে। আমার ওনাকে পরামর্শ দেওয়ার দরকার পড়ে না। উনি জানেন কার সঙ্গে দেখা করতে হবে আর কার সঙ্গে দেখা করা যাবে না। যদিও এই ভিডিয়ো পোস্টের কিছুক্ষণ পরই সেটি তুলে নেওয়া হয়। 

3/5

ইমরান খানের করোনা টেস্ট

ইমরান খানের করোনা টেস্ট

করোনা টেস্ট নেগেটিভ এলেও ইমরান খান আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানা গিয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিতসক ফয়জল সুলতান জানিয়েছেন, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। 

4/5

ইমরান খানের করোনা টেস্ট

ইমরান খানের করোনা টেস্ট

১৫ এপ্রিল ইমরান খানের সঙ্গে দেখা করেছিলেন ফয়জল ইদহি। তিনি ওইদিন করোনা রিলিফ ফান্ডে এক কোটি টাকা অনুদান দেন। ইমরান খানের সঙ্গে বদ্ধ ঘরে বৈঠক করেন তিনি।

5/5

ইমরান খানের করোনা টেস্ট

ইমরান খানের করোনা টেস্ট

পাকিস্তানে এখনও পর্যন্ত নহাজার ৭৪৯ জন করোনা আক্রান্ত। মারা গিয়েছেন ২০৯ জন।