টানা ১১দিন কমল পেট্রোল-ডিজেলের দাম, কতটা মূল্যহ্রাস?

Dec 02, 2018, 23:01 PM IST
1/9

পেট্রোল-ডিজেলের দামে লাগাতার পতন। টানা ১১দিন ধরে পড়ল দুটি পেট্রোপণ্যের দর। 

2/9

দিল্লি ও কলকাতায় পেট্রোলের দাম কমেছে লিটারে ৩০ পয়সা। চেন্নাইয়ে কমেছে ২৯ পয়সা। 

3/9

দিল্লি ও কলকাতায় ডিজেলের দাম কমেছে লিটারপিছু ৩৩ পয়সা। ৩৫ পয়সা লিটারে কমেছে মুম্বই ও চেন্নাইয়ে। 

4/9

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, পেট্রোলের দাম লিটারে দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে রবিবারের দর ৭২.২৩ টাকা, ৭৪.২৫ টাকা, ৭৭.৮০ ও ৭৪.৯৪ টাকা। 

5/9

দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই- চারটি মহানগরে ডিজেলের দাম ৬৭.০২ টাকা, ৬৮.৭৫ টাকা, ৭০.১৫ টাকা ও ৭০.৭৭ টাকা। 

6/9

আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অশোধিত তেলের দাম কমেছে ২৭ ডলার। এর পাশাপাশি ভারতীয় মুদ্রাও ডলারের নিরিখে ঘুরে দাঁড়িয়েছে। 

7/9

আন্তজার্তিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও পড়তে পারে। শুক্রবারই প্রতি ব্যারেলে ৬০ ডলারের নীচে নেমে গিয়েছে অপরিশোধিত তেল। 

8/9

আন্তর্জাতিক বাজারে দর কমলেও দেশে পেট্রোল-ডিজেলের দর বেশি নীচে নামবে না বলে মত বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে দাম কমলেও শুল্ক বাড়িয়ে দিতে পারে সরকার। তখন আর ফায়দা মিলবে না। কিন্তু লোকসভা নির্বাচনের আগে সেই পদক্ষেপ সরকার করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

9/9

বলে রাখি, রান্নার গ্যালের সিলিন্ডার পিছু দাম কমেছে ৬.৫২ টাকা। ডিসেম্বরে ৩০৮.৬০ টাকা ভর্তুকি পাবেন উপভোক্তারা। নভেম্বরে ব্যাঙ্কে ঢুকেছে ৪৩৩.৬৬ টাকা। ১৩৩ টাকা কমেছে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম।