মায়ের সঙ্গে নয়, সলমনের সঙ্গে বেড়াতে গিয়েছিল মালাইকা-আরবাজের ছেলে!

Jan 06, 2019, 18:33 PM IST
1/5

নববর্ষ কাটাতে বি-টাউনের কমবেশি সব তারকাই বাইরে বেড়াতে গিয়েছিলেন। যেমনটা গিয়েছিলেন সলমন ও তাঁর প্রেমিকা লুলিয়া ভান্তুর। 

2/5

রবিবার গোয়া থেকে মুম্বই ফেরার পর মুম্বই বিমানবন্দরে দেখা গেল সলমন, লুলিয়া ও মালাইকা আরবাজের ছেলে আরহান খানকে। 

3/5

মা মালাইকা যখন তাঁর ব্যাক্তিগত জীবন নিয়ে ব্যস্ত, তখন কাকা সলমনের পরিবারেই সঙ্গে সময় কাটাচ্ছেন আরবাজ-মালাইকা পুত্র আরহান খান। 

4/5

সলমন ও তাঁর পরিবারের সঙ্গে আরহানও গিয়েছিলেন গোয়াতে। 

5/5

রবিবার মুম্বই বিমানবন্দরে সলমন ও লুলিয়ার সঙ্গে দেখা গেল আরহান খানকে।