ছবি: করোনাকালে মণ্ডপের সামনেই কৃত্রিম জলাধারে ত্রিধারার বিসর্জন

Oct 26, 2020, 22:11 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: কোভিডকালে বিসর্জনে নয়া মাত্রা যোগ করল ত্রিধারা সম্মিলনী। শোভাযাত্রা করে গঙ্গায় বিসর্জন নয়, বরং নিউ নর্মালে অন্যরকম বিসর্জনের পথে হাঁটলেন পুজো উদ্যোক্তারা। 

2/6

মণ্ডপের সামনেই তৈরি করা হয়েছিল কৃত্রিম জলাধার। ক্রেন দিয়ে প্রতিমা রাখা হল সেখানে। এরপর 'ওয়াটার জেট' দিয়ে প্রতিমার মাটি গলানো হয়। পড়ে থাকল কাঠামো। 

3/6

দক্ষিণ কলকাতার অন্যতম দর্শনীয় পুজো। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস কুমার এই পুজোর অন্যতম উদ্যোক্তা। গোটা পরিকল্পনাই তাঁর মস্তিষ্কপ্রসূত। 

4/6

৩০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থের জলাধার বানানো হয়েছিল। ওই জলাধারেই ওয়াটার জেট দিয়ে প্রতিমার মাটি ও রং ধুয়ে ফেলা হয়। 

5/6

এরপর ক্রেন দিয়ে তুলে নেওয়া হয় অবশিষ্ট কাঠামো।  

6/6

পুজো উদ্যোক্তাদের দাবি, গঙ্গায় প্রতিমা নিরঞ্জন করতে গেলে ন্যূনতম লোক নিয়ে যেতে হতো। সেখান থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে এই ব্যবস্থা।