গোলাপি বলের ক্রিকেট টেস্টের ভবিষ্যত হবে না, বলছেন কোহলি

Nov 21, 2019, 18:44 PM IST
1/5

টেস্টের ভবিষ্যত নিয়ে বিরাট যা বললেন

টেস্টের ভবিষ্যত নিয়ে বিরাট যা বললেন

শুধু মাত্র দিন-রাতের টেস্ট কিন্তু টেস্টের জনপ্রিয়তা ফেরাতে পারবে না। বলছেন বিরাট কোহলি। নিজের এমন বক্তব্যকে প্রতিষ্ঠা করতে যুক্তিও দিয়েছেন ভারতীয় অধিনায়ক। 

2/5

টেস্টের ভবিষ্যত নিয়ে বিরাট যা বললেন

টেস্টের ভবিষ্যত নিয়ে বিরাট যা বললেন

গোলাপি বলে দিন-রাতের টেস্ট ঘিরে কলকাতায় এখন উন্মাদনা তুঙ্গে। ভারত-বাংলাদেশ প্রথমবার ইডেনে গোলাপি বলে খেলতে নামছে। যদিও এর আগে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গোলাপি বলে টেস্ট খেলতে সায় দেয়নি বিসিসিআই। তবে সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে আসার পরই বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে ম্যাচ আয়োজন করেছে। 

3/5

টেস্টের ভবিষ্যত নিয়ে বিরাট যা বললেন

টেস্টের ভবিষ্যত নিয়ে বিরাট যা বললেন

বিরাট এদিন বললেন, ''মর্নিং সেশন-এ বোলার দের দাপট, ব্যাটসম্যানদের লড়াই মিস করবেন ক্রিকেটপ্রেমীরা। গোলাপি বলের টেস্টে হয়তো উত্তেজনা থাকবে ঠিকই। প্রথমবার হচ্ছে বলে উন্মাদনা হচ্ছে প্রবল। আমরাও ভাগ্যবান যে প্রথম দিন রাতের টেস্ট খেলব! এই ম্যাচটা ভারতীয় ক্রিকেটে ল্যান্ডমার্ক হয়ে থাকবে।''

4/5

টেস্টের ভবিষ্যত নিয়ে বিরাট যা বললেন

টেস্টের ভবিষ্যত নিয়ে বিরাট যা বললেন

কোহলি আরও বলেন, ''আমার মনে হয় যারা টেস্ট দেখতে পছন্দ করেন না তাদেরকে জোর করে মাঠে আনা যাবে বলে! আর কাজ ফেলে কোনও মানুষই টেস্ট ম্যাচ দেখতে আসবেন না। তাই দিন রাতের টেস্ট ই টেস্ট ক্রিকেট এর ভবিষ্যৎ, এটা বলা যাচ্ছে না।''

5/5

টেস্টের ভবিষ্যত নিয়ে বিরাট যা বললেন

টেস্টের ভবিষ্যত নিয়ে বিরাট যা বললেন

ফ্লাড লাইটের আলোয় টেস্ট ক্রিকেট। তাও আবার গোলাপি বলে। রাত পোহালেই ইডেনে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। যা নিয়ে এখন উত্সাহ, উন্মাদনার শেষ নেই।