দক্ষিণশ্বরের ভবতারিণীর ছবি দিয়ে অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে গোল বাধালেন মোদী

Oct 18, 2018, 18:40 PM IST
1/9

ছবি কেলেঙ্কারি!

kali_9

দুর্গা পুজোর অষ্টমীতে শুভেচ্ছা জানাতে গিয়ে গোল বাধালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

2/9

ছবি কেলেঙ্কারি!

kali_8

বুধবার অষ্টমীর অভিনন্দন জানিয়ে টুইটারে মোদী লেখেন, দুর্গাষ্টমীর শুভ দিনে সকলকে শুভেচ্ছা। মা দুর্গা সকলের ইচ্ছাপূরণ করুন। সকলকে আনন্দ দিন। সমাজ থেকে অশুভশক্তির বিনাশ হোক।  

3/9

ছবি কেলেঙ্কারি!

kali_7

তবে সঙ্গের ছবিটি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। আসলে ছবিটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর। 

4/9

ছবি কেলেঙ্কারি!

kali_6

মা দুর্গাকে চেনেন না 'হিন্দু হৃদয় সম্রাট'? সামাজিক যোগাযোগ মাধ্যমেই এভাবেই মোদীকে কটাক্ষ করেন নেটিজেনরা। 

5/9

ছবি কেলেঙ্কারি!

kali_5

সকলেই প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেন, অষ্টমীতে দুর্গার পরিবর্তে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর ছবি টুইট করেছে মোদী।

6/9

ছবি কেলেঙ্কারি!

kali_4

কারও খোঁচা, স্বঘোষিত হিন্দু জাতীয়তাবাদী কালী ও দুর্গার ফারাক বোঝেন না? 

7/9

ছবি কেলেঙ্কারি!

kali_3

কারও কটাক্ষ, এলাহাবাদের পর এবার দুর্গার নাম পরিবর্তন হল। দুর্গা থেকে তিনি হলেন কালী। 

8/9

ছবি কেলেঙ্কারি!

kali_2

তবে এক্ষেত্রে 'বেনিফিট অব ডাউট' প্রধানমন্ত্রীকে দেওয়া যায়। দুর্গার কপাল থেকে জন্ম কালীর। দুর্গা ও কালী- দুজনেই নারীশক্তির প্রতীক ও অসুরদলনি। সম্ভবত সে কারণেই ছবিটি পোস্ট করেছেন মোদী। কারণ, সনাতনী মতে, দুর্গা ও কালীর মধ্যে কোনও ফারাক নেই। দুজনেই আদিশক্তির রূপ। 

9/9

ছবি কেলেঙ্কারি!

kali_1

প্রসঙ্গত, ২০১৫ সালে কলকাতা সফরে দক্ষিণশ্বরে গিয়ে ভবতারিণীর পুজো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি সেই ছবি।