PM Modi: লাক্ষাদ্বীপে নিরিবিলিতে ‘নমো’! দ্বীপপুঞ্জের অপার সৌন্দর্য্যে মুগ্ধ প্রধানমন্ত্রী...

সম্প্রতি দুদিনের লাক্ষাদ্বীপ সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্প উদ্বোধনের পাশাপাশি সোশ্য়াল মিডিয়াতে সেইখানের নানা মুহূর্তের ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নিজেই।

Jan 05, 2024, 13:27 PM IST
1/7

প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি দুদিনের লাক্ষাদ্বীপ সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্প উদ্বোধনের পাশাপাশি সোশ্য়াল মিডিয়াতে সেইখানের নানা মুহূর্তের ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নিজেই।

2/7

প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর

দুদিনের সফরে আগাট্টি, বাঙ্গারাম এবং কাভারত্তিতে স্থানীয়দের সঙ্গে আলাপচারিতা করেছেন তিনি। লাক্ষাদ্বীপের উন্নোয়নের জন্যই এই দুদিনের সফরে গেছেন প্রধানমন্ত্রী।

3/7

প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর

প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে তাঁর স্নরকেলিং-এর ‘উচ্ছ্বাসজনক এবং অসাধারণ দুঃসাহসিক কাজ’ বলে অভিহিত করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর মাধ্যমে, তিনি জলের নীচেরও নানা ভিজ্যুয়াল শেয়ার করেছেন।

4/7

প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর

প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক লাক্ষাদ্বীর সফর নিয়ে কিনি বলেন, ‘সম্প্রতি আমি লাক্ষাদ্বীপের জনগণের মধ্যে আসার সুযোগ পেয়েছি। আমি এখনও এই দ্বীপপুঞ্জের অপার সৌন্দর্য এবং সেখানকার মানুষজনের আন্তরিক অভিবাদনে বিস্মিত।

5/7

প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর

তিনি আরও বলেন, ‘আমি আগাত্তি, বানজারাম এবং কাভারাত্তি জনজাতির সঙ্গে আলাপচারিতার সুযোগ পেয়েছি। বিশেষ আতিথেয়তার জন্য আমি লাক্ষাদ্বীপের মানুষজনকে ধন্যবাদ জানাচ্ছি।‘

6/7

প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর

প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপ যে মন্ত্রমুগ্ধ প্রশান্তির মাঝে সৈকত বরাবর তার সকালের হাঁটার ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলি দ্বীপগুলির প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরেছে।

7/7

প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর

প্রধানমন্ত্রী মোদি এই সকালের হাঁটা নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে লিখেছেন,  ‘লাক্ষাদ্বীপের আদিম সৈকত বরাবর সেই ভোরবেলা হাঁটাও ছিল বিশুদ্ধ আনন্দের মুহূর্ত।‘