স্বাধীনতা দিবসে দেশবাসীকে বড় উপহার দিতে পারেন মোদী

Aug 12, 2018, 17:22 PM IST
1/8

jandhan17

স্বাধীনতা দিবসে নিজের ভাষণে বড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জনধন যোজনায় মিলবে একাধিক সুবিধা।

স্বাধীনতা দিবসে নিজের ভাষণে বড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জনধন যোজনায় মিলবে একাধিক সুবিধা।   

2/8

modi10

৩২ কোটিরও বেশি জনধন অ্যাকাউন্টে জন্য বিভিন্ন সুবিধার ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।

৩২ কোটিরও বেশি জনধন অ্যাকাউন্টে জন্য বিভিন্ন সুবিধার ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। 

3/8

jandhan8

সূত্রের খবর, জনধন যোজনায় ওভারড্রাফ্টের সুবিধা দ্বিগুণ করে ১০ হাজার টাকা করা হতে পারে। যাতে তাঁরা ছোটখাট ব্যবসা শুরু করতে পারেন।

সূত্রের খবর, জনধন যোজনায় ওভারড্রাফ্টের সুবিধা দ্বিগুণ করে ১০ হাজার টাকা করা হতে পারে। যাতে তাঁরা ছোটখাট ব্যবসা শুরু করতে পারেন। 

4/8

modi1

জনধন যোজনায় ব্যাঙ্ক খাতা খোলার প্রক্রিয়া ফের চালু করার কথা ঘোষণা করতে পারেন মোদী।

জনধন যোজনায় ব্যাঙ্ক খাতা খোলার প্রক্রিয়া ফের চালু করার কথা ঘোষণা করতে পারেন মোদী। 

5/8

jandhan5

সুখম বিমা যোজনায় রূপে ডেবিটকার্ডপ্রাপকদের দুর্ঘটনা বিমার অর্থ এক লক্ষ টাকা থেকে বাড়ানো হতে পারে।

সুখম বিমা যোজনায় রূপে ডেবিটকার্ডপ্রাপকদের দুর্ঘটনা বিমার অর্থ এক লক্ষ টাকা থেকে বাড়ানো হতে পারে।  

6/8

jandhan3

বছরে ৩২.২৫ কোটি টাকার জনধন খাতা খোলা হয়েছে। ২০১৪ সালে এই প্রকল্প শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। ২০১৫ সালের ১৪ অগস্টে শেষ হয় প্রথম পর্যায়।

বছরে ৩২.২৫ কোটি টাকার জনধন খাতা খোলা হয়েছে। ২০১৪ সালে এই প্রকল্প শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। ২০১৫ সালের ১৪ অগস্টে শেষ হয় প্রথম পর্যায়।

7/8

jandhan2

৩২.২৫ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ৮০,৬৭৪.৮২ কোটি টাকা। এবার রূপে ডেবিট কার্ড ব্যবহারে জোর দিতে চলেছে সরকার।

৩২.২৫ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ৮০,৬৭৪.৮২ কোটি টাকা। এবার রূপে ডেবিট কার্ড ব্যবহারে জোর দিতে চলেছে সরকার। 

8/8

jandhan

  সরকারি সূত্রে খবর, আরও ১০-১২ কোটি মানুষের কাছে এই সুবিধা পৌঁছয়নি। এবার তাঁদের ব্যাঙ্ক খাতা খোলা হবে।

সরকারি সূত্রে খবর, আরও ১০-১২ কোটি মানুষের কাছে এই সুবিধা পৌঁছয়নি। এবার তাঁদের ব্যাঙ্ক খাতা খোলা হবে।