Pori Moni- Razz Wedding: অন্তঃসত্ত্বা অবস্থাতেই আনুষ্ঠানিক বিয়ে করলেন পরীমণি, রইল বিয়ের অ্যালবাম

Jan 23, 2022, 18:42 PM IST
1/11

শুভ বিবাহ

Happy Wedding

নিজস্ব প্রতিবেদন: শনিবার বিয়ে করলেন বাংলাদেশের নায়িকা পরীমণি ও  অভিনেতা শরিফুল রাজ। 

2/11

রাজ-পরী প্রেমকাহিনি

Razz-Pori

গত বছর ১৭ অক্টোবর আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিয়ে সারেন পরী-রাজ। এরপরই এই বছরের শুরুতে মা হওয়ার খবর সকলের সঙ্গে শেয়ার করে নেন রাজ ও পরী

3/11

ঘরোয়া অনুষ্ঠান

wedding ceremony

শনিবার ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক বিয়ে সারলেন তারকা দম্পতি। 

4/11

কনের সাজ

Bride

এদিন বিয়ের জন্য জরিপাড়ের খয়েরী শাড়ি আর সোনালী রঙের জারদৌসি ওড়না পরেছিলেন পরী

5/11

বরের বেশে

groom

শরিফুল রাজ পরেছিলেন কালোর উপর সোনালী রঙের জারদৌসি কাজ করা শেরওয়ানি।

6/11

রাজ-পরীর বিয়ে

Razz-Pori Wedding

১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

7/11

আনুষ্ঠানিক বিয়ে

Wedding

দুই পরিবারের আত্মীয়দের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আর নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা পালনের জন্যই এ হলুদ ও বিয়ের আয়োজন করেন তারকা দম্পতি।

8/11

লাজুক বউ

Wedding

বাড়িতেই নিকাহর আয়োজন করা হয়েছিল। সারা বাড়ি সাজানো হয়েছিল হলুদ ও সাদা ফুলে।

9/11

গায়ে হলুদ

Haldi

শনিবার গায়ে হলুদ সেরেমনির ছবি শেয়ার করেছিলেন পরী।

10/11

রাজ-পরীর কাহিনি

Razz Pori Love Story

কিছুমাস আগেই গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা 'গুনিন'-এর শুটিংয়ে পরিচয় হয় রাজ ও পরীর। সেখান থেকেই প্রেম, আইনি বিয়ে আর বর্তমানে তাঁরা হবু বাবা মা। 

11/11

আমন্ত্রিত

Guest List

দুজনের পরিবার ছাড়াও অতিথির তালিকায় ছিলেন বাংলাদেশের তিন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। জি ২৪  ঘণ্টার পক্ষ থেকে রাজ ও পরীকে শুভেচ্ছা।