পূর্ব পশ্চিম দক্ষিণ (উত্তর আসবেই)-এর ট্রেলার লঞ্চে হাজির প্রসেনজিৎ-অর্পিতা

Oct 11, 2019, 20:01 PM IST
1/6

শুক্রবার প্রকাশ্যে এল পরিচালক রাজর্ষি দে-র ছবি পূর্ব পশ্চিম দক্ষিণ (উত্তর আসবেই) এর ট্রেলার। 

2/6

'এবং ইনকুইজিশন'-এর গল্প ্অবলম্বনে তৈরি হয়েছে এই এই ছবিটি। 

3/6

বাংলা ছবির দুনিয়ায় এটাই প্রথম অন্যধরনের একটা ভৌতিক গল্প বলে দাবি করছেন পরিচালক রাজর্ষি দে। 

4/6

এই ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায় ছাড়াও দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্য়ায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, রাজেশ শর্মা, গৌরব চক্রবর্তী সহ অন্যান্যরা। 

5/6

শুক্রবার ছবির ট্রেলার লঞ্চে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

6/6

এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।