পিএসসি-র মাধ্যমে শ’খানেক লোক নিচ্ছে রাজ্য সরকার

Mar 20, 2018, 11:23 AM IST
1/10

Pic-1

পিএসসি-র মাধ্যমে শ’খানেক লোক নিচ্ছে রাজ্য সরকার

প্রবেশন কাম আফটার কেয়ার অফিসার এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইসিজি/ ল্যাবরেটরি) পদে ৯০ জনকে নিয়োগ করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন।

2/10

Pic-2

পিএসসি-র মাধ্যমে শ’খানেক লোক নিচ্ছে রাজ্য সরকার

জানা যাচ্ছে, কেয়ার অফিসার পদে অস্থায়ীভাবে এবং মেডিকেল টেকনোলজিস্ট পদে স্থায়ী চুক্তিতে নিয়োগ করা হবে।

3/10

Pic-3

পিএসসি-র মাধ্যমে শ’খানেক লোক নিচ্ছে রাজ্য সরকার

প্রবেশন কাম আফটার কেয়ার অফিসার পদে ৯ জনকে নিযুক্ত করা হবে। এর মধ্যে  জেনারেল ৪, তফসিলি- ৩ এবং ওবিসি-২ রয়েছে।

4/10

Pic-4

পিএসসি-র মাধ্যমে শ’খানেক লোক নিচ্ছে রাজ্য সরকার

শিক্ষাগত যোগ্যতা- যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর। সোশ্যাল ওয়েলফেয়ারের প্রশাসনিক কাজে অন্তত ২ বছরে অভিজ্ঞতা থাকতে হবে।

5/10

Pic-5

পিএসসি-র মাধ্যমে শ’খানেক লোক নিচ্ছে রাজ্য সরকার

০১-০১-২০১৮ পর্যন্ত ৩০ থেকে ৪০ বছর বয়স হতে হবে। বেতন মাসিক ৯ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত।

6/10

Pic-6

পিএসসি-র মাধ্যমে শ’খানেক লোক নিচ্ছে রাজ্য সরকার

মেডিকেল টেকনোলজিস্ট (ইসিজি) গ্রেড-৩- এই পদে ১৫ জনকে নেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাস। বিষয় থাকতে হবে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীবনবিজ্ঞান।

7/10

Pic-7

পিএসসি-র মাধ্যমে শ’খানেক লোক নিচ্ছে রাজ্য সরকার

এছাড়া ইসিজি টেকনোলজি বিভাগে ২ বছরে ডিপ্লোমা কোর্স থাকা দরকার। ০১-০১-২০১৮ পর্যন্ত ৩৯ বছরে বেশি বয়স হবে না। বেতন- ৭ হাজার থেকে ৩৭ হাজার টাকা পর্যন্ত।

8/10

Pic-8

পিএসসি-র মাধ্যমে শ’খানেক লোক নিচ্ছে রাজ্য সরকার

মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) গ্রেড-৩- এই পদে ৬৬ জনকে নিয়োগ করা হচ্ছে। এ ক্ষেত্রেও ০১-০১-২০১৮ পর্যন্ত ৩৯ বছর বয়স অবধি নেওয়া হবে। বেতন- ৭ হাজার থেকে ৩৭,৬০০ টাকা পর্যন্ত।

9/10

Pic-9

পিএসসি-র মাধ্যমে শ’খানেক লোক নিচ্ছে রাজ্য সরকার

আবেদন পত্রের ফি ১৬০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইনে ফিলআপ করতে পারেন। ওয়েবসাইট হল- www.pscwbonline.gov.in

10/10

pic-10

পিএসসি-র মাধ্যমে শ’খানেক লোক নিচ্ছে রাজ্য সরকার

আবেদন করার শেষ তারিখ ৯ এপ্রিল ২০১৮। বিস্তারিত জানতে ক্লিক করুন- www.pscwbonline.gov.in