নতুন গাড়ি কিনে সোনায় মোড়া লাড্ডু খাওয়ালেন ব্যবসায়ী
খুশির খবর এলে মিষ্টি খাওয়ানোর চল রয়েছে গোটা ভারতেই। পশ্চিমবঙ্গ হোক বা রাজস্থান, কাশ্মীর হোক বা কন্যাকুমারি। ভাল খবর এলে শুরু হয়ে যায় মিষ্টি মুখ। সামর্থ অনুসারে মিষ্টি খাওয়াতে কার্পণ্য করেন না কেউ। তাই বলে সোনার মিষ্টি! এমন কাণ্ডই ঘটিয়েছেন মহারাষ্ট্রের পুনের এক ব্যবসায়ী। নতুন জাগুয়ার গাড়ি কিনে খুশিতে সবাইকে সোনা দিয়ে মোড়া মিষ্টি খাইয়েছেন তিনি।
খুশির খবর এলে মিষ্টি খাওয়ানোর চল রয়েছে গোটা ভারতেই। পশ্চিমবঙ্গ হোক বা রাজস্থান, কাশ্মীর হোক বা কন্যাকুমারি। ভাল খবর এলে শুরু হয়ে যায় মিষ্টি মুখ। সামর্থ অনুসারে মিষ্টি খাওয়াতে কার্পণ্য করেন না কেউ। তাই বলে সোনার মিষ্টি! এমন কাণ্ডই ঘটিয়েছেন মহারাষ্ট্রের পুনের এক ব্যবসায়ী। নতুন জাগুয়ার গাড়ি কিনে খুশিতে সবাইকে সোনা দিয়ে মোড়া মিষ্টি খাইয়েছেন তিনি।
1/5
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
সূর্যকান্ত জানান, আমি জাগুয়ার কিনে সোনার মিষ্টি খাওয়াবো বলে ঠিক করি। পরিকল্পনার কথা কাকা ময়রাকে জানালে সোনায় মোড়া মিষ্টি বানিয়ে দেবেন বলে কথা দেন তিনি। সোনায় মোড়া লাড্ডুর নির্মাতা কাকা ময়রা জানান, প্রতি কেজি লাড্ডুর দাম ৭,০০০ টাকা করে পড়ে। আমি খাঁটির সোনার রাংতা দিয়ে এই লাড্ডু বানিয়েছি। হিসেব করলে এক একটি লাড্ডুর দাম পড়ে ২৩৩ টাকা। তবে ওই ব্যবসায়ী কত লাড্ডু কিনেছেন তা জানাননি তিনি।
5/5
photos