Sushant, Irrfan থেকে Divya, শেষ ছবি মুক্তির আগে চলে যেতে হয়েছে যে তারকাদের

Feb 19, 2021, 20:22 PM IST
1/10

গত ৯ ফেব্রুয়ারি মৃত্যু হয় রাজীব কাপুরের। রাজ কাপুরের ছোট ছেলেকে দেখা যাবে আশুতোষ গোয়ারিকরের 'তুলসীদাস জুনিয়র' ছবিতে। 

2/10

২০২০-র ১৪ জুন মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। তাঁর আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারেননি অনুরাগীরা। সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা' মুক্তি পায় ২০২০-র নভেম্বরে।

3/10

২০১৮-র ২৪ ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃত্যু এখনও মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। তাঁকে শেষবার দেখা গিয়েছিল শাহরুখ খানের 'জিরো' ছবিতে। যেটি মুক্তি পেয়ছিল ২০১৮-র ২১ ডিসেম্বর।  

4/10

২০২০-র ২৯ এপ্রিল লকডাউনের মধ্যে মৃত্যু হয় ইরফান খানের। তাঁর শেষ ছবি 'দ্যা সং অফ স্করপিয়ন'-র মুক্তি পাওয়ার কথা এবছর (২০২১)এ। 

5/10

২০১৭র ৬ জানুয়ারি মৃত্যু হয় কিংবদন্তি অভিনেতা ওম পুরীর। ওই বছরই ২৫ জুন মুক্তি পায় তাঁর শেষ ছবি 'টিউবলাইট'। 

6/10

২০১২-র ১৮ জুলাই মৃত্যু হয় বলিউড সুপারস্টার রাজেশ খান্নার। তাঁর শেষ ছবি 'রিয়াসত' মুক্তি পায় ২০১৪ সালে। 

7/10

২০১১-র ১৪ অগস্ট মৃত্যু হয় আইকনিক তারকা শাম্মী কাপুরের। ইমতিয়াজ আলির 'রকস্টার' ছবিতে শেষবার দেখা যায় তাঁকে। যেটি মুক্তি পায় ওই বছরের ১১ নভেম্বর। 

8/10

১৯৯৩-র ৫ এপ্রিল আকস্মিক মৃত্যু হয় দিব্যা ভারতীর। তাঁর মৃত্যুর পর ওই বছরই মুক্তি পায় দিব্যা অভিনীত 'সতরঞ্জ' ছবিটি। যেটি সুপারহিট হয়। 

9/10

১৯৬৯-র ২৩ ফেব্রুয়ারি পৃথিবী ছেড়ে চলে যান মধুবালা। ৫-র দশকে শ্যুট হওয়া তাঁর ছবি 'জওয়ালা' মুক্তি পায় তাঁর মৃত্যুর ২ বছর পর ১৯৭১এ।

10/10

 পুত্র প্রতীক বব্বরের জন্মের দুই সপ্তাহ পরে, ১৯৮৬-র ১৩ ডিসেম্বর মৃত্যু হয় আইকনিক তারকা, স্মিতা পাতিলের। ১৯৮৯ সালের ১৭ মার্চ মুক্তি পেয়েছিল তার শেষ ছবি 'গোলিয়োঁ কে বাদশা'।