Rampurhat Arson: আঁটসাঁট নিরাপত্তা, তাও মনে আতঙ্ক; রামপুরহাট কাণ্ডের ১০ দিন পর ঘরে ফিরলেন মিহিলালরা

মুখ্যমন্ত্রীর আশ্বাস মতো ঘরছাড়াদের নিরাপত্তার ব্যবস্থা করল প্রশাসন।

Mar 30, 2022, 14:34 PM IST
1/6

অবশেষে ঘরে ফিরছেন মিহিলাল শেখরা

 Rampurhat Arson 1

নিজস্ব প্রতিবেদন: ২১ মার্চ অগ্নিকাণ্ডের ঘটনার পর গ্রাম ছেড়েছিলেন। এরপর থেকে প্রাণ সংশয়ে কেটেছে প্রতিটা মুহূর্ত। তবে রাজ্য সরকারের আশ্বাস পেয়ে অবশেষে ঘরে ফিরছেন মিহিলাল শেখরা।  

2/6

কুমারড্ডায় থাকবেন

 Rampurhat Arson 2

তবে এখনই বগটুই গ্রামে ফিরলেন না কেউই। পাশের গ্রাম কুমারড্ডায় থাকবেন তাঁরা। এক আত্মীয়ের বাড়িতে থাকবেন মিহিলাল শেখ।

3/6

গ্রামে ফেরলেন মিহিলাল শেখরা

 Rampurhat Arson 3

বুধবার গ্রামে ফেরেন মিহিলাল শেখ, বানিরুল শেখ, মেখলাল-সহ ১১ জন।

4/6

নিরাপত্তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

 Rampurhat Arson 4

তাঁদের নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই মতো বুধবার থেকে ঘরে ফেরাদের নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন।

5/6

নিরাপত্তা

 Rampurhat Arson 5

বুধবার থেকে তাঁদের নিরাপত্তায় মোতায়েন থাকবে ৬ জন পুলিস অফিসার। এদিন নিজে এসে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন SDPO ধীমান মিত্র। 

6/6

চোখে মুখে স্পষ্ট আতঙ্ক

 Rampurhat Arson 6

ঘরে ফিরলেও মিহিলাল শেখদের চোখে মুখে এখনও স্পষ্ট রয়েছে আতঙ্ক। ভয়ঙ্কর সেই রাতের কথা ভুলতে পারেননি কেউ। এতদিন বাতাসপুরে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে ছিলেন মিহিলাল।