দ্বিতীয়বার মা হচ্ছেন করিনা, কী বললেন রণধীর কাপুর!

Aug 13, 2020, 14:08 PM IST
1/5

দ্বিতীয়বার মা হচ্ছেন করিনা কাপুর খান। করিনার মা হওয়ার খবর পেয়ে  শুভেচ্ছা জানাতে শুরু করেন ভক্তরা 

2/5

সোহা আলি খান, ইব্রাহিম আলি খানের পর এবার করিনার মা হওয়ার খবরে মুখ খুললেন অভিনেত্রীর বাবা রণধীর কাপুর 

3/5

তিনি বলেন, অনেকদিন ধরেই চাইছিলেন, খেলার জন্য তৈমুরের কোনও সঙ্গী আসুক

4/5

করিনা এবং সইফ যে শেষ পর্যন্ত দ্বিতীয় সন্তানের কথা ভেবেছেন, তার জন্য তিনি খুশি বলেন জানা রণধীর কাপুর 

5/5

প্রসঙ্গত, বুধবার সইফের পিআর টিমের তরফে জানানো হয়, পতৌদি পরিবারে আসছে নতুন সদস্য