Ratha Yatra In Mahesh: অতিমারির পর এবার মাহেশে ফের গড়াবে রথের চাকা, ধুমধাম করে হল স্নানযাত্রা

Jun 14, 2022, 18:02 PM IST
1/5

অতিমারিতে ২ বছর বন্ধ থাকার পর এবার ফের গড়াবে মাহেশের রথের চাকা। রীতি অনুযায়ী ধুমধাম করে রথযাত্রার আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব হয়ে গেল মাহেশে। -ছবি ও তথ্য-বিধান সরকার

2/5

অক্ষয় তৃতীয়ায় চন্দন উৎসবের ৪২ দিনের মাথায় হয় এই স্নান যাত্রা। আজ মাহেশে জগন্নাথ মন্দিরের সামনে স্নান পিঁড়ির মাঠে ধূমধাম করে হয় স্নানযাত্রা উৎসব। ওই উত্সব উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন বহু ভক্ত। -ছবি ও তথ্য-বিধান সরকার

3/5

মঙ্গলবার একেবারে রীতি মেনে হল স্নানযাত্রা উত্সব। সকালে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের সামনে বের করা হয়। পুজো পাঠের পর দুপুরে স্নান পিড়ির মাঠে হয় স্নানযাত্রা। দুধ ও আঠাশ ঘড়া গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় জগন্নাথদেবকে। মনে করা হয়, স্নানের পর জগন্নাথ দেবের কাঁপুনি দিয়ে জ্বর আসবে। লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বেন জগতের নাথ। এই সময় হয় অঙ্গরাগ। -ছবি ও তথ্য-বিধান সরকার

4/5

ভেষজ রঙ দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়। গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। পরদিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, বলরাম ও  সুভদ্রা। হাজার হাজার ভক্তের সমাগম হয় মাহেশের রথযাত্রায়। মহামারির কোপ কাটিয়ে আবার উৎসবে মাতবে ৬২৬ বছরের প্রাচীন এই রথযাত্রা। আগামী ১ জুলাই মাহেশে ফের গড়াবে রথের চাকা। -ছবি ও তথ্য-বিধান সরকার

5/5

পানিহাটিতে দন্ড মহোৎসবে দুর্ঘটনার পর সতর্ক মাহেশ জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। গরমে হাঁসফাঁসানি চলছে। এর মধ্যে স্নানযাত্রায় এসে কোনো ভক্ত অসুস্থ হয়ে পড়লে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য মেডিকেল টিম নিয়ে থাকছেন চিকিৎসক। ভীড় নিয়ন্ত্রণে স্নান পিড়ির মাঠে বাঁশের ব্যারিকেড করা হয়েছে,থাকছে অ্যাম্বুল্যান্স ও দমকল। -ছবি ও তথ্য-বিধান সরকার