বাজারে আসছে ৩৫০ টাকার কয়েন

Mar 27, 2018, 19:03 PM IST
1/7

S 7

বাজারে আসছে ৩৫০ টাকার কয়েন

সোশ্যাল মিডিয়ায় গুজব নয়। এবার সত্যিই ৩৫০ টাকার কয়েন বাজারে ছাড়তে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

2/7

S 6

 বাজারে আসছে ৩৫০ টাকার কয়েন

১, ২, ৫, ১০ টাকার কয়েনের পর একেবারে লাফিয়ে ৩৫০ টাকার কয়েন কেন? জানা ‌যাচ্ছে শিখ গুরু গোবিন্দ সিংয়ের ৩৫০তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে ওই কয়েন আনতে চলেছে আরবিআই।

3/7

S 5

বাজারে আসছে ৩৫০ টাকার কয়েন

কেমন হবে নতুন এই কয়েন?  এটির ব্যাস হবে ৪৪ মিলিমিটার। রুপো, তামা, দস্তা ও নিকেল দিয়ে তৈরি হবে নতুন কয়েন।

4/7

S 4

বাজারে আসছে ৩৫০ টাকার কয়েন

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, কয়েনের একদিকে থাকবে অশোক স্তম্ভ। নীচে লেখা থাকবে সত্যমেব জয়তে। ওই প্রতীকের একদিকে দেবনাগরিতে লেখা থাকবে ভারত। অন্যদিকে, ইংরেজি ভারত লেখা থাকবে।

5/7

S 3

বাজারে আসছে ৩৫০ টাকার কয়েন

কয়েনে থাকবে টাকার প্রতীক। সঙ্গে সংখ্যায় লেখা থাকবে ‘৩৫০’।  সংবাদ মাধ্যমের খবর, সীমিত সংস্করণ হিসেবেই আনা হচ্ছে এই নতুন কয়েন।

6/7

S 2

বাজারে আসছে ৩৫০ টাকার কয়েন

কয়েনটির অন্যপিঠে থাকবে ‘তখত শ্রী হরিমন্দির জি পাটনা সাহিব’-এর ছবি। উপরে দেবনাগরি হরফে লেখা থাকবে ‘শ্রী গোবিন্দ সিং জি-র ৩৫০তম প্রকাশ উৎসব’। নীচে ইংরেজিতে ওই একই কথা লেখা থাকবে।

7/7

S 1

বাজারে আসছে ৩৫০ টাকার কয়েন

কয়েনের ‌যে পিঠে তখত শ্রী হরিমন্দির জি পাটনা সহিব-এর ছবি থাকবে তার ডান ও বাম দিকে লেখা থাকবে ‌যথাক্রমে সাল ১১৬৬ ও সাল ২০১৬।