পরিষেবা দিতে প্রস্তুত, প্রশাসনের সবুজ সংকেত মিললেই চালু হবে কলকাতা মেট্রো

May 17, 2020, 17:56 PM IST
1/5

লকডাউনের তৃতীয়দফার আদ শেষ দিন, ইতিমধ্যেই বেশ কিছু গণপরিবহণে ছাড় দিয়েছে প্রশাসন

2/5

সামাজিক দূরত্ব বজায় রেখে কম যাত্রী নিয়ে পরিষেবা দিতে তৈরি কলকাতা মেট্রো। চলছে মেট্রো লাইনের স্যানিটাইজের কাজ। 

3/5

তবে কবে থেকে মেট্রো চালু হবে তা নিয়ে এখনও রেল মন্ত্রকের তরফে কোনও সবুজ সংকেত মেলেনি।

4/5

কিন্তু মেট্রো পর্যন্ত মানুষ পৌছবেন কিভাবে? যদি পরিষেবা চালু হয়েও যায়, তাহলেও কি যাত্রীরা মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছতে  পারবেন? 

5/5

কত ট্রেন প্রতিদিন চলবে? কি ভাবে চলবে? কটা থেকে কটা পর্যন্ত চলবে? তা নিয়ে এখনও কোনও নির্দেশিকা পৌছয়নি।