নতুন ফুটওভার ব্রিজ উল্টোডাঙায়, ট্রেনযাত্রীদের জন্য থাকছে দারুণ সুবিধা

Nov 17, 2018, 20:01 PM IST
1/10

পুরনো ব্রিজ ভেঙে ফেলে সম্পূর্ণ নতুন করে তৈরি হবে উল্টোডাঙা ফুটওভার ব্রিজ। জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

2/10

এদিন বিশেষজ্ঞ দল উল্টোডাঙা ফুট ওভার ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করে।

3/10

পরীক্ষার পর ব্রিজের স্বাস্থ্যের হাল ভাল নয় বলে জানান বিশেষজ্ঞরা।

4/10

বাম আমলে এই  ব্রিজটি  তৈরি হয়। ব্রিজের গায়ে বয়সের ছাপ স্পষ্ট।

5/10

বেশকিছু জায়গায় মরচে পড়ে খুব খারাপ অবস্থা।

6/10

সেই কারণেই ব্রিজটি ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ।

7/10

নতুন ব্রিজে নকশারও পরিবর্তন করা হবে। নতুন ব্রিজে চলমান সিঁড়ি বসানো হবে।

8/10

এখন উল্টোডাঙা ফুটওভার ব্রিজ দিয়ে শুধুমাত্র রাস্তা সংলগ্ন এলাকায় রাস্তা পারাপার করা যায়।

9/10

সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য নতুন ব্রিজ দিয়ে স্টেশন পর্যন্ত যাওয়া যাবে।

10/10

অর্থাৎ ফুটওভার ব্রিজ দিয়েই পৌঁছনো যাবে বিধাননগর রোড প্ল্যাটফর্মে।