Howrah Division: আগামী দু'মাস হাওড়া ডিভিশনে নানা বিপত্তি! কোন রুটে ঘোরানো হবে ট্রেন, কখন পৌঁছবে গন্তব্যে, কটি ট্রেন বন্ধ?

Howrah Division: নিত্যযাত্রীদের জ্ঞাতার্থে ও সুবিধার্থে বিজ্ঞপ্তি জারি করেছে হাওড়া ডিভিশন। তাতে জানানো হয়েছে, সেতুর রক্ষণাবেক্ষণের কারণে হাওড়া ডিভিশনের রেল চলাচলে কিছু বদল আসছে।

| Apr 13, 2024, 16:41 PM IST

অয়ন ঘোষাল: রেলের সেতুর রক্ষণাবেক্ষণের কারণে হাওড়া ডিভিশনের রেল চলাচলে কিছু বদল আসছে। আগামী সোমবার ১৫ এপ্রিল থেকে আগামী ২২ জুন পর্যন্ত হাওড়ায় ট্রেনের পরিবর্তিত সূচি অনুসরণ করা হবে।

1/8

সেতু-সংস্কার

হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বালিতে এবং হাওড়া-বর্ধমান মেন সেকশনে রেল ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ হবে।  (তথ্য: অয়ন ঘোষাল)

2/8

বিজ্ঞপ্তি জারি

নিত্যযাত্রীদের জ্ঞাতার্থে ও সুবিধার্থে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে হাওড়া ডিভিশন।  (তথ্য: অয়ন ঘোষাল)

3/8

ট্র্যাফিক ও পাওয়ার ব্লক

রেলের পরিভাষায় যা বলা হয়েছে, তা হল এই: আগামী ১৫ এপ্রিল থেকে ২২ জুন, প্রতিদিন ১৫০ মিনিট ধরে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে।  (তথ্য: অয়ন ঘোষাল)

4/8

কুম্ভ এক্সপ্রেস

১২৩৭০ দেহরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেসকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে বর্ধমানে নিয়ে যাওয়া হবে।  (তথ্য: অয়ন ঘোষাল)

5/8

উপাসনা এক্সপ্রেস

১২৩২৮ দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেসকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে।  (তথ্য: অয়ন ঘোষাল) 

6/8

মুজফ্ফর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস

১৫২৭২ মুজফ্ফর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেসকেও ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।  (তথ্য: অয়ন ঘোষাল) 

7/8

হাওড়া-বর্ধমান মেমু

০৩০৫১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটিকে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।  (তথ্য: অয়ন ঘোষাল)

8/8

মোকামা-হাওড়া এবং গয়া-হাওড়া এক্সপ্রেস

এ ছাড়াও শিডিউলে বদল আসছে আরও দুটি ট্রেনের চলাচলে-- ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস এবং ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস। নিজস্ব রুটেই চলবে ট্রেনদুটি তবে একটি ৭৫ মিনিট এবং অন্যটি ১৫ মিনিট ধীরে গন্তব্যে পৌঁছবে।  (তথ্য: অয়ন ঘোষাল)