GST On Rice: চালের উপরেও এবার জিএসটি, বড় সিদ্ধান্ত এই রাজ্যের

Dec 25, 2022, 16:25 PM IST
1/5

চালের উপর কর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ছত্তীসগঢ় অথরিটি অব অ্যাডভান্স রুলিং(এএআর)।  

2/5

শুক্রবার এএআর ঘোষণা করেছে খারাপ চাল যা মানুষের খাওয়ার অযোগ্য তার উপরে বসবে জিএসটি।

3/5

সিদ্ধান্ত হয়েছে ওই ধরনের খাওয়ার অযোগ্য চাল যা শিল্প ক্ষেত্রে ব্যবহার হয় তার উপরে ৫ শতাংশ জিএসটি ধার্য হবে।

4/5

সম্প্রতি রাজ্যের শ্রদ্ধা ট্রেডার্স রাজ্য সরকারের কাছে একটি বিষয়ে সিদ্ধান্ত জানতে যায়। সেখানে জানতে চাওয়া হয়, বাতিল চাল বিক্রির ক্ষ্তের কর কাঠামো কী হবে। যেসব চাল মানুষের খাওয়ার অযোগ্য সেইসব চালের বেচা বিক্রিতে কী ধরনের কর ধার্য হবে তা জানতে চাওয়া হয়। তারপরই ওই সিদ্ধান্তের কথা জানায় এএআর।

5/5

উল্লেখ্য, গত সপ্তাহে বৈঠকে মিলিত হয় জিএসটি কাউন্সিল। সেখানে বিভিন্ন দানা শস্যের উপরে জিএসটি করের কথা আলোচনা হয়। ওই বৈঠকে ঠিক হয় ইথাইল অ্য়ালকোহল তৈরির জন্য যে শস্য ব্যবহার হয় তার উপরে ৫ শতাংশ জিএসটি ধার্য হবে। তবে অন্যান্য কোনও জিনিসের উপরে নতুন করে কোনও জিএসটি ধার্য হয়নি।