ট্রেনের নিরাপত্তায় এবার ভারতীয় প্রযুক্তিতে তৈরি রোবট 'উস্তাদ', দেখে নিন ছবি

Dec 26, 2018, 18:21 PM IST
1/6

যাত্রীদের নিরাপত্তার জন্য উস্তাদের (USTAAD) সাহায্য নিতে চলেছে ভারতীয় রেল। এর ফলে রেলের নিরাপত্তা আরও পোক্ত হবে বলে মত বিশেষজ্ঞদের। 

2/6

কে এই উস্তাদ? ভারতীয় রেলের নাগপুর ডিভিশন তৈরি করেছে একটি আধুনিক রোবট। আর সেটির নামকরণ করা হয়েছে উস্তাদ। 

3/6

আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের ভিত্তিতে তৈরি USTAAD যাত্রী সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করা হচ্ছে।  USTAAD-এর মানে ndergear Surveillance Through Artificial Intelligence Assisted Droid। 

4/6

কী করবে এই রোবট? ট্রেনের ভিতরের যন্ত্রাংশ পরীক্ষা করতে সক্ষম এটি। আর পরীক্ষার পর সেগুলির স্থিতি জানাবে উস্তাদ। আর উস্তাদের মধ্যে রয়েছে একটি এইচডি ক্যামেরাও। 

5/6

এই এইচডি ক্যামেরা ও আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের সহযোগিতায় শুধু ভিডিও বা ফটোই তুলবে না, সঙ্গে সঙ্গে ওয়াইফাইয়ের মাধ্যমে তথ্যও সরবরাহ করতে সক্ষম উস্তাদ।

6/6

উস্তাদের মধ্যে রয়েছে একটি এলইডি আলো। তাতে কোচের ভিতর থেকে তথ্য পাঠাতে অসুবিধা হবে না।