সচিন তেন্ডুলকরের চোখে বিশ্বের সেরা পাঁচ অলরাউন্ডার কে, জেনে নিন

Apr 26, 2020, 18:46 PM IST
1/5

সচিনের সেরা পাঁচ

সচিনের সেরা পাঁচ

মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। খেলেছেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে। সেই সচিন তেন্ডুলকের চোখে কারা বিশ্বের সেরা অলরাউন্ডার! জেনে নেওয়া যাক। সচিন প্রথমেই যাঁর নাম নিলেন তিনি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খান। ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে খেলেছেন মাস্টার ব্লাস্টার। 

2/5

সচিনের সেরা পাঁচ

সচিনের সেরা পাঁচ

সচিনের তালিকায় সেরা অলরাউন্ডারদের মঝ্যে অবধারিতভাবে রয়েছেন কপিল দেব। তাঁর সঙ্গেও একই দলে খেলেছেন একশো সেঞ্চুরির মালিক। 

3/5

সচিনের সেরা পাঁচ

সচিনের সেরা পাঁচ

সেরা পাঁচ অলরাউন্ডার বাছাই করতে গিয়ে তিন নম্বরে সচিন রাখলেন নিউ জিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে। ১৭ বছরের ক্রিকেট জীবনে স্যর হ্যাডলি ৪৮০০ রানের সঙ্গে নিয়েছেন ৫৮০ উইকেট।

4/5

সচিনের সেরা পাঁচ

সচিনের সেরা পাঁচ

সচিনের এই তালিকার চার নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিং অলরাউন্ডার ম্যালকম মার্শাল। ২৭০০ রানের সঙ্গে ৫৩০ উইকেটের মালিক তিনি।

5/5

সচিনের সেরা পাঁচ

সচিনের সেরা পাঁচ

পাঁচ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ইয়ান বোথাম। ৭৩০০ রানের সঙ্গে ৫২৮ উইকেট শিকার করে কেরিয়ার শেষ করেছিলেন বোথাম।