গোটা দেশকে কী শিখিয়ে গেলেন উইং কমান্ডার অভিনন্দন? জানালেন সচিন

| Mar 02, 2019, 14:25 PM IST
1/5

হিরো শব্দের আক্ষরিক অর্থ বুঝিয়ে দিয়েছেন ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। গোটা দেশের মানুষ তাঁর জন্য গর্ববোধ করছে। 

2/5

শুক্রবারই ভারতের হাতে অভিনন্দনকে তুলে দেয় পাকিস্তান। ইমরান খান পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে ভারতীয় উইং কমান্ডারের মুক্তির ঘোষণা করার পর থেকেই অবশ্য দেশজুড়ে উত্সবের আবহ। 

3/5

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দনকে কুর্ণিশ জানানো হচ্ছে। ইতিমধ্যে বিরাট কোহলি, বীরেন্দ্র শেহবাগ, সানিয়া মির্জার মতো তারকারা অভিনন্দনকে স্বাগত জানিয়েছেন। 

4/5

তবে উইং কমান্ডার অভিনন্দন গোটা দেশের মানুষকে উইং কমান্ডার অভিনন্দন ঠিক কী শিখিয়ে গেলেন! জানালেন সচিন তেণ্ডুলকর।

5/5

সচিন লিখলেন, ''হিরো শব্দটার ব্যপ্তি চার শব্দে সীমাবদ্ধ নয়। সাহসিকতা, আত্মত্যাগ ও সহনশীলতা ঠিক কেমন হয়, আমাদের হিরো শিখিয়ে গেল। নিজের উপর বিশ্বাস রাখতে হয়। এটাও শেখাল উইং কমান্ডার।'' A hero is more than just four letters. Through his courage, selflessness and perseverance, OUR HERO teaches us to have faith in ourselves.#WelcomeHomeAbhinandan Jai Hind — Sachin Tendulkar (@sachin_rt) March 1, 2019