হিন্দু বিরোধী 'সড়ক টু' আঘাত করছে ধর্মীয় ভাবাবেগে, দাবি বিশ্ব হিন্দু পরিষদের

Aug 12, 2020, 12:21 PM IST
1/5

সড়ক টু-এ ট্রেলার মুক্তি পাওয়ার পরপরই মহেশ ভাটদের সিনেমা নিয়ে প্রতিবাদ শুরু করল বিশ্ব হিন্দু পরিষদ 

2/5

বিশ্ব হিন্দু পরিষদের দাবি, মহেশ ভাটের এই সিনেমা হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে।

3/5

সড়ক টু-এর ট্রেলার মুক্তি পওয়র পর বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিজয় শঙ্কর বলেন, সরকারের উচিত এই সিনেমার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার। হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে বলেই শিগগিরই এই সিনেমার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে 

4/5

পাশাপাশি আলিয়া ভাট, মহেশ ভাট এবং আদিত্য রয় কাপুরদের এই সিনেমা স্বজনপোষণের অন্যতম উদাহরণ বলেও উল্লেখ করা হয় বিশ্ব হিন্দু পরিষদের ওই ট্যুইটে 

5/5

প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সড়ক টু নিয়ে নেট জনতার একাংশের জোর শোরগোল শুরু হয়ে যায়। মহেশ ভাট, আলিয়া ভাটদের এই সিনেমা কেউ দেখবেন না বলে মন্তব্য করা হয় নেট জনতার একাংশের তরফে