সইফ-করিনার ৩ হাজার স্কয়ার ফিটের ফ্ল্যাটের দাম শুনলে চমকে উঠবেন

Jul 21, 2020, 12:01 PM IST
1/7

বলিউডের অন্যতম পাওয়ার কাপল বলা হয় সইফ আলি খান এবং করিনা কাপুর খান-কে। ২০১২ সালে বিয়ের পর ছোটে নবাবের সঙ্গে চুটিয়ে সংসার করছেন কাপুর বাড়ির কন্যা 

2/7

বিয়ের পর সময় পেলে পতৌদি রাজপ্রাসাদে বেড়াতে যান তাঁরা কিন্তু মুম্বইতেই সাজিয়ে নিয়েছেন তাঁদের আস্তানা। যেখান তৈমুরকে নিয়ে গুছিয়ে সংসার করছেন সইফ-করিনা 

3/7

মুম্বইয়ের ব্যান্দ্রার ফরচুন হাইটসের বিলাসবহুল হাই প্রোফাইল অ্যাপার্টমেন্টে থাকেন সইফ-করিনা। ২০১৩ সালে ওই অ্যাপার্টমেন্ট কেনেন সইফিনা 

4/7

৭ বছর পর বর্তমানে ওই অ্যাপার্টমেন্ট নতুন করে সাজাচ্ছেন সইফ-করিনা। সেই কারণে ফরচুন হাইটসের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে রয়েছেন তাঁরা। নিজেদের অ্যাপার্টমেন্টের টিক বিপরীতেই বর্তমানে থাকছেন তাঁরা

5/7

ফরচুন হাইটসে সইফ-করিনার যে বিশাল অ্যাপার্টমেন্ট রয়েছে, সেটি ২০১৩ সালে কেনেন তাঁরা। যেখানে প্রত্যেকটি ফ্ল্যাটের পরিমাপ ৩ হাজার স্কয়ার ফিট করে। 

6/7

২০১৩ সালে ৪৮ কোটি দিয়ে ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নিজেদের নামে কেনেন সইফিনা 

7/7

শুধু তাই নয়, ফরচুন হাইটসের ৪ তলা জুড়ে সইফ-করিনার ওই অ্যাপার্টমেন্ট রয়েছে