এত সস্তায় এত কিছু! মনোরম পরিবেশে হোক ভাইফোঁটার 'ভুরিভোজ'

Oct 24, 2019, 18:04 PM IST
1/6

ভাইফোঁটায় ভুরিভোজ

ভাইফোঁটায় ভুরিভোজ

ভাইকে চমকে দিন এবারের ভাইফোঁটায়। ভাইয়ের পাতে পড়ুক চমকে দেওয়ার মতো মেনু। ইলিশ, চিংড়ি, মাটন, চিকেন কিছুই যেন বাদ না যায়!

2/6

ভাইফোঁটায় ভুরিভোজ

ভাইফোঁটায় ভুরিভোজ

জমকালো মেনু। তাও পকেটে টান পড়বে না। ভাবছেন, সেটা আবার কীভাবে সম্ভব! অবশ্যই সম্ভব। আর তার জন্য আপনাকে আসতে হবে সল্ট লেক সেক্টর ফাইভ-এর ভুরিভোজে। মনোরম পরিবেশে পেটপুজো সারতে হলে চলে আসুন। 

3/6

ভাইফোঁটায় ভুরিভোজ

ভাইফোঁটায় ভুরিভোজ

সুবিশাল জলাশয়ের পাশে বসে দুপুরের খাবার খেতে খেতে মন ভাল হয়ে যেতে পারে। আতিথেয়তারও অভাব হবে না। ২৪ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত থাকবে ভাইফোঁটা স্পেশাল মেনু। এত সস্তায় এত কিছু আর কোথাও পাবেন কিনা সন্দেহ!

4/6

ভাইফোঁটায় ভুরিভোজ

ভাইফোঁটায় ভুরিভোজ

ইলিশ, চিংড়ি, মাটন, চিকেনের সম্ভার থাকবে। সঙ্গে প্রকৃতির পরশ। আর কী চাই। বুকিংও করতে পারেন আগে থেকে। একসঙ্গে অনেকজন মিলে খাওয়া-দাওয়া করতে চাইলে সেই ব্যবস্থাও রয়েছে। 

5/6

ভাইফোঁটায় ভুরিভোজ

ভাইফোঁটায় ভুরিভোজ

বাঙালির প্রিয় মেনু তো থাকছেই। সঙ্গে চাইনিজ বা মুঘলাই খাবারের আয়োজনও থাকবে। 

6/6

ভাইফোঁটায় ভুরিভোজ

ভাইফোঁটায় ভুরিভোজ

দিগন্ত বিস্তৃত জলাশয়। তার পাশে চেয়ার-টেবিলে হবে খাবার পরিবেশন। দাম সাধ্যের মধ্যে। ভাইফোঁটায় আর এর থেকে বেশি কী চাই! সংস্থার এমডি সুব্রত মুখোপাধ্যায় বলছেন, ''মানুষ এখানে এসে মনভরে খাওয়া দাওয়া করবেন। তার পর হাসিমুখে বাড়ি ফিরে যাবেন। এটাই আমাদের মূল উদ্দেশ্য। পকেটেও যেন টান না পড়ে সেদিকেও আমরা খেয়াল রেখেছি। আপনারা আসুন। আতিথেয়তার কোনও খামতি থাকবে না।''