সমন পেয়ে মায়ের সঙ্গে মুম্বইতে ফিরছেন সারা, মেয়ের কঠিন সময়ে করিনাকে নিয়ে দিল্লি গেলেন সইফ

Sep 24, 2020, 15:45 PM IST
1/5

মা অমৃতা সিং এবং ভাই সইফ আলি খান-কে নিয়ে সম্প্রতি গোয়ায় বেড়াতে যান সারা আলি খান। গোয়ায় ছুটি কাটানোর মাঝেই এনিসিবির সমন পান সারা। এরপরই মুম্বইতে ফেরার সিদ্ধান্ত নেন সইফ-কন্যা 

2/5

বুধবার এনিসিবর সমনের পর বৃহস্পতিবার সারা খালি খান মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন। মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিম খানের সঙ্গে গোয়া থেকে রওনা দেন সারা 

3/5

গোয়া বিমানবন্দরে হাজির হওয়ার পরই সারা আলি খানের সেই ছবি প্রকাশ্যে উঠে আসে

4/5

অন্যদিকে কঠিন সময়ে সারার পাশে নেই বাবা সইফ আলি খান! এমনই গুঞ্জন শুরু হয়েছে 

5/5

বুধবার বিকেলে যখন সারা আলি খানকে সমন পাঠায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, সেই সময় দ্বিতীয় স্ত্রী করিনা এবং তৈমুরকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেন সইফ। জানা যায়, লাল সিং চাড্ডার শ্যুটিংয়ের জন্য দিল্লিতে যাচ্ছেন করিনা। স্ত্রীর সঙ্গে ছেলেকে নিয়ে সইফও রওনা দেন সেখানে