এবছর কবে সরস্বতী পুজো, ১৪ না ১৫ ফেব্রুয়ারি? কতক্ষণ থাকবে তিথি? জেনে নিন পুজোর শুভ মুহূর্ত...

Saraswati Puja 2024 | Saraswati Puja Date: একটা সন্দেহ তৈরি হয়েছে, এ বছর কবে সরস্বতী পুজো? ১৪ ফেব্রুয়ারি, না ১৫ ফেব্রুয়ারি? অনেকেই বিষয়টা জানতে চাইছেন।

| Feb 12, 2024, 15:59 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটা সন্দেহ তৈরি হয়েছে, এ বছর কবে সরস্বতী পুজো? ১৪ ফেব্রুয়ারি, না ১৫ ফেব্রুয়ারি? অনেকেই বিষয়টা জানতে চাইছেন। জানা গিয়েছে, এ বছর একদিনই পুজোর দিন পড়েছে-- ১৪ ফেব্রুয়ারি-- ভ্যালেন্টাইনস ডে-র দিনে। 

 

1/7

বসন্তে

মাঘ মাসেই সরস্বতী পুজোর তিথি পড়ে। অনেক আগে এই তিথিতেই বসন্ত ঋতু শুরু হত বলে মনে করা হয়। এই বসন্ত পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো হয়।

2/7

বৈদিক মতে

বৈদিক মতে, এই দিনেই আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী।

3/7

১৩-য়ে শুরু

এবছর সরস্বতী পুজোর তিথি শুরু হচ্ছে, ১৩ ফেব্রুয়ারি দুপুর ২টো ৪১ মিনিটে।

4/7

১৪-য়ে শেষ

সরস্বতী পুজোর তিথি থাকবে পরদিন ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা ০৯ মিনিট পর্যন্ত।

5/7

শুভ মুহূর্ত

এ বছর সরস্বতী পুজোর শুভ মুহূর্ত থাকবে ১৪ ফেব্রুয়ারি সকাল ৭টা ০১ মিনিট থেকে বেলা ১২টা পর্যন্ত। 

6/7

পুণ্য ৫

এই ৫ ঘণ্টা এ বছর বাগদেবীর আরাধনার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করা হচ্ছে।

7/7

আরাধনা

দেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। ছাত্রছাত্রীরা ছাড়াও দেবীর আরাধনা করেন সমাজের সর্বস্তরের মানুষ। এবারেও ছবিটা এক। তবে, এ বছর অনেক বোর্ডেরই ফাইনাল পরীক্ষা চলছে। যে-কারণে  পড়ুয়ারা একটু হতাশ হয়ে পড়েছে।