Bank Strike: আগামী সপ্তাহেই ২ দিনের ধর্মঘট, জোর অসুবিধায় পড়তে পারেন SBI গ্রাহকরা

Dec 12, 2021, 18:22 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : আগামী সপ্তাহেই ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক কর্মচারী সংগঠন। যার জেরে জোর অসুবিধায় পড়তে পারেন SBI গ্রাহকরা।  

2/6

আগামী সপ্তাহে ১৬ ও ১৭ ডিসেম্বর, অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)।

3/6

কেন্দ্রের পাবলিক সেক্টর ব্যাঙ্কের বেসরকারিকরণ করার পদক্ষেপের বিরুদ্ধেই এই ধর্মঘট। এর জেরে SBI-এর পরিষেবা সর্বাধিক ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।   

4/6

AIBOC আধিকারিকদের মতে কেন্দ্র যদি PSB-গুলিকে প্রাইভেট করে দেয়, তবে দেশের অর্থনীতি ব্যবস্থার এক বড় অংশ জোর ধাক্কা খাবে। 

5/6

যার প্রভাব পড়বে গ্রামীণ অর্থনীতিতে ও স্বনির্ভর গোষ্ঠীগুলিতে। সাধারণ মানুষের পরিশ্রমের টাকা নিয়ে নয়ছয় হওয়ারও আশঙ্কাপ্রকাশ করেছেন তাঁরা।  

6/6

প্রসঙ্গত, চলতি বছর বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২টি PSB-কে চলতি অর্থবর্ষে বেসরকারি করার কথা ঘোষণা করেন।