মার্ভেল থিমে সেজে উঠেছিল আব্রামের জন্মদিন পার্টি

May 29, 2019, 20:32 PM IST
1/9

গত ২৭ মে ৬ বছরে পা দিল শাহরুখ-গৌরীর ছোট ছেলে আব্রাম খান। ছেলের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ পার্টি রেখেছিলেন শাহরুখ-গৌরী। 

2/9

আব্রামের পছন্দের কথা মাথায় রেখে মার্ভেল থিমে সেজে উঠেছিল আব্রামের জন্মদিন পার্টি।

3/9

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আব্রামের জন্মদিন পার্টির ছবি। 

4/9

২০১৩ সালে সারোগেসির মাধ্যমে শাহরুখ-গৌরীর জীবনে এসেছিল ছোট্ট আব্রাম। 

5/9

জানা যায়, লন্ডনের এক হাসাপাতালে জন্ম হয় শাহরুখ-গৌরীর ছেলে আব্রাম খানের। 

6/9

আব্রাম প্রি ম্যাচিউর বেবি বলে জানিয়েছিলেন শাহরুখ। জন্মের সময় তাঁর ওজন ছিল ১.৫ কেজি। মাত্র ৩৪ সপ্তাহের মধ্যেই শাহরুখের জন্ম হয়েছিল বলে জানিয়েছিলেন কিং খান। 

7/9

আব্রাম জন্মের পর বেশ কিছু সপ্তাহ তাঁকে হাসাপাতালেই রাখা হয়। সেসময় তাঁর সঙ্গে ছিলেন গৌরী খান। 

8/9

আরিয়ান ও সুহানা এখন যথেষ্ঠ বড়, তাই আপাতত বেশিরভাগ সময় শাহরুখ-গৌরীকে আব্রামের সঙ্গেই কাটাতে দেখা যায়।

9/9

ছোট্ট আব্রাম ও করণ জোহরের দুই সন্তান যশ ও রুহিকে নিয়ে ব্যস্ত গৌরী। ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।