Shah Rukh Khan Hospitalised: সুহানার জন্মদিনে আচমকা অসুস্থ শাহরুখ, ভর্তি হাসপাতালে, এখন কেমন আছেন কিংখান?

Shah Rukh Khan Health Update: মঙ্গলবার জয়ের পরে বুধবারও আহমেদাবাদেই থেকে যান শাহরুখ। বুধবার সুহানার জন্মদিন আহমেদাবাদেই কাটানোর পরিকল্পনা ছিল তাঁদের। এরই মাঝে বাধ সাধল শরীর। আহমেদাবাদের ৪৫ ডিগ্রি গরম সহ্য করতে পারেননি মেগাস্টার। আচমকাই বুধবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন তিনি। 

| May 23, 2024, 15:22 PM IST
1/8

অসুস্থ শাহরুখ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবারই আহমেদাবাদে জিতে আইপিএলের ফাইনালে চলে যায় কেকেআর। মাঠে উপস্থিত ছিলেন শাহরুখ। কেকেআর জিততেই মাঠে নেমে আসেন তিনি।   

2/8

অসুস্থ শাহরুখ

সেই সময় সম্প্রচারকারী সংস্থার একটি অনুষ্ঠান করছিলেন আকাশ চোপড়া, পার্থিব পটেল এবং সুরেশ রায়না। মাঠ প্রদক্ষিণ করার সময় সেই অনুষ্ঠানে ঢুকে পড়েন শাহরুখ।   

3/8

অসুস্থ শাহরুখ

লাইভে ঢুকে পড়ামাত্রই নিজের ভুল বুঝতে পেরে তাড়াতাড়ি সেই জায়গা থেকে সরে যান তিনি। শাহরুখ ক্ষমাও চান ওই তিন প্রাক্তন ক্রিকেটারের কাছে।  

4/8

অসুস্থ শাহরুখ

এদিন আমদাবাদের সমর্থন পায় কেকেআর। ম্যাচ শেষে সেই সব সমর্থককে ধন্যবাদ জানান শাহরুখ। মেয়ে সুহানা, ছেলে আব্রাম এবং ম্যানেজার পূজা দাদলানির মেয়েকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন তিনি।   

5/8

অসুস্থ শাহরুখ

ম্যাচ চলাকালীন নীল জার্সি এবং জিন্‌স পরে বসেছিলেন শাহরুখ। তবে জয়ের পর সাদা টিশার্টেই মাঠে নামেন তিনি।মঙ্গলবার জয়ের পরে বুধবারও আহমেদাবাদেই থেকে যান কিং খান। মঙ্গলবার মধ্যরাতে টিম হোটেলে পৌঁছানোর পরে তাঁদের গ্র্যান্ড ওয়েলকাম জানানো হয়।    

6/8

অসুস্থ শাহরুখ

বুধবার সুহানা খানের জন্মদিন। এরই মাঝে বুধবার অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান।জানা যাচ্ছে, আহমেদাবাদের ৪৫ ডিগ্রি গরম সহ্য করতে পারেননি মেগাস্টার। ঠান্ডা গরমেই ডিহাইড্রেশন হয়ে গেছে তাঁর।   

7/8

অসুস্থ শাহরুখ

বুধবার বেলা ১টা নাগাদ শরীর খারাপ লাগায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী কেডি হাসপাতালে।   

8/8

অসুস্থ শাহরুখ

আপাতত ভালো আছেন শাহরুখ। আগামী কয়েকদিন কিং খানকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার। তাঁকে দেখতে বুধবার বিকেলেই হাসপাতালে পৌঁছান গৌরী খান। শাহরুখের শরীরের খোঁজ নিয়েছেন জুহি চাওলা।