হঠাৎই হারিয়ে গেলেন পর্দা থেকে, Shah Rukh এর 'কাল হো না হো'-র ছোট্ট ঝনককে মনে আছে?

Mar 04, 2021, 17:25 PM IST
1/5

'কাল হো না হো'-র শিশুশিল্পী ঝনক শুক্লকে মনে আছে? শাহরুখ খানের ছোট্ট সঙ্গীর একের পর এক ছবি ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় 

2/5

'কাল হো না হো'-র পাশাপাশি 'করিশ্মা কা করিশ্মা' নামের একটি মেগায় একটানা অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান ঝনক শুক্ল

3/5

এবার সেই ঝনক শুক্লর ইনস্টাগ্রামের মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ্যে আসতেই নেট জনতার মধ্যে জোর চর্চা শুরু হয়ে যায় । ছোট্ট ঝনক হঠাৎ করে কীভাবে এত পালটে গেলেন বলেও অনেকে প্রশ্ন তুলছেন

4/5

সম্প্রতি একটি সাক্ষাতকারে হাজির হন ঝনক শুক্ল। পরিচালক হরিল শুক্ল এবং অভিনেত্রী সুপ্রিয়া শুক্লর মেয়ে হলেন ঝনক। তিনি বলেন, বহুদিন তিনি কোনও কাজ করছেন না। রূপোলি পর্দায় তাঁর কেরিয়ার হয়ত শেষ হয়ে গিয়েছে। তিনি সাময়িক অবসর নিয়েছেন অভিনয় থেকে। মা, বাবার মুখেও সেই একই কথা শুনছেন বলেও জানান ঝনক

5/5

যদিও ঝনক কেন নতুন করে কোনও কাজ করছেন না, সে বিষয়ে কিছু জানাননি। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর চরিত্র বদলে গিয়েছে। তিনি আগের তুলনায় অনেক চুপচাপ হয়ে গিয়েছেন বলেও জানান ঝনক। ছোট থাকতে প্রচুর কাজ করেছেন। ওই সময় পড়াশোনা করলেও, ছোটবেলার অনেককিছুই তাঁর জীবন থেকে হারিয়ে গিয়েছে। তাই তিনি যাতে এসব থেকে কিছুটা সরে গিয়ে জীবনকে উপভোগ করতে পারেন, বাবা-মা ঝনককে সেই পরামর্শই দেন বলেও জানান অভিনেত্রী।