Shreya Ghoshal: ছয় মাস পূর্ণ শ্রেয়াপুত্র দেবযানের, আদুরে শুভেচ্ছা সুনিধির

| Nov 22, 2021, 21:04 PM IST
1/6

শুভ জন্মদিন

Happy Birthday

নিজস্ব প্রতিবেদন: সোমবার ছয় মাস পূর্ণ করল শ্রেয়া ঘোষালের ছেলে দেবযান। মাঝে মাঝেই ছেলের ছবি পোস্ট করেন সংগিতশিল্পী। 

2/6

দেবযানের বার্তা

Devyaan writes

এদিন ছেলের সঙ্গে চারটি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে দেবযানের হয়েই লেখেন তার মা।   

3/6

একরত্তির বার্তা

Devyaan's message

দেবযান লিখেছে, 'সবাইকে হ্যালো, আমি দেবযান এবং আজ আমি ছয় মাস পূর্ণ করলাম।' 

4/6

ব্যস্ত বেবি

Busy Baby

'বর্তমানে আমার চারপাশের দুনিয়ার নানা বিষয় আবিষ্কার করতে, নিজের পছন্দের গান শুনতে, সবরকমের ছবি দেওয়া বই পড়তে ব্যস্ত আমি।' লিখেছে ছোট্ট দেবযান

5/6

মায়ের সঙ্গে

With Mother

'মা আমাকে পেয়েছে,তার সঙ্গে নানা বিষয়ে কথা বলছি আর বোকা বোকা জোকসে জোরে জোরে হাসছি। আমাকে ভালোবাসার জন্য আর আশীর্বাদ করার জন্য সবাইকে ধন্যবাদ।'

6/6

সুনিধির শুভেচ্ছা

Sunidhi comments

দেবযানের ছবি দেখে সুনিধি লিখেছেন,'খুবই আদুরে'।