# রাশিয়া বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন জেরার্ড পিকে। শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন স্প্যানিশ ডিফেন্ডার।
2/10
2
# শনিবার পিকে জানান, "খুব ভাল সময় কাটিয়েছি জাতীয় দলে। একটা ইউরো একটা বিশ্বকাপ জিতেছি। সেই কাহিনির শেষ এখানেই। আমি এই সিদ্ধান্তের কথা কোচ লুই এনরিকেকে জানিয়ে দিয়েছি।"
photos
TRENDING NOW
3/10
3
# শুধু ক্লাবের খেলাতেই ফোকাস করবেন পিকে। এই লক্ষ্য সামনে রেখেই জাতীয় দল থেকে অবসর নিলেন তিনি।
4/10
4
# ২০০৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা পিকে ধীরে ধীরে হয়ে ওঠেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
5/10
5
# ২০১০ সালে স্পেনের জার্সিতে বিশ্বকাপ জিতে নেন জেরার্ড পিকে।
6/10
6
# ২০১২ সালে ইউরো জয়ী স্পেন দলের সদস্য ছিলেন পিকে।
7/10
7
# ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ছিটকে যায় স্পেন। সেটাই হয়ে থাকল দেশের হয়ে ৩১ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের শেষ ম্যাচ।
8/10
8
# দেশের জার্সিতে ১০২ টি ম্যাচ খেলেছেন পিকে। করেছেন ৫টি গোল।
9/10
9
# দেশের হয়ে না খেললেও বার্সেলোনার রক্ষণে থাকছেন পিকে।
10/10
10
# বার্সা থেকে ইয়ুথ কেরিয়ার শুরু করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জারাগোজা হয়ে ফের ২০০৮ সালে বার্সাতে ফিরে আসেন স্পেনের এই সেন্টার ব্যাক। বার্সার হয়ে ২৭৬টি ম্যাচে ২৩টি গোল রয়েছে পিকের।