মৃত্যুর কোলে ঢলে পড়ছেন কর্ণ, তখন কেন তাঁকে ৩টি বর দিয়েছিলেন কৃষ্ণ? জানেন কি?

Aug 10, 2018, 22:51 PM IST
1/9

krish

মহাভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র সূর্যপুত্র কর্ণ। শুধু পরাক্রমের জন্যই নয়, দানবীরও ছিলেন কর্ণ। ওনার মতো কেউ দাতব্য করতেন না বলে কথিত রয়েছে। এমনকি কৃষ্ণকে সবচেয়ে দানবীর মানতেন শ্রী কৃষ্ণও।

মহাভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র সূর্যপুত্র কর্ণ। শুধু পরাক্রমের জন্যই নয়, দানবীরও ছিলেন কর্ণ। ওনার মতো কেউ দাতব্য করতেন না বলে কথিত রয়েছে। এমনকি কৃষ্ণকে সবচেয়ে দানবীর মানতেন শ্রী কৃষ্ণও।

2/9

krish3

রণক্ষেত্রে ঘায়েল কর্ণ যন্ত্রণায় কাতরাচ্ছেন। তখনই অর্জুন শ্রী কৃষ্ণকে বলেছিলেন, আপনার প্রিয় দানবীর কর্ণ অসহায় হয়ে মৃত্যুর অপেক্ষা করছেন।

রণক্ষেত্রে ঘায়েল কর্ণ যন্ত্রণায় কাতরাচ্ছেন। তখনই অর্জুন শ্রী কৃষ্ণকে বলেছিলেন, আপনার প্রিয় দানবীর কর্ণ অসহায় হয়ে মৃত্যুর অপেক্ষা করছেন। 

3/9

krsih4

শ্রী কৃষ্ণ প্রত্যুত্তরে বলেন, বীরত্ব ও বড় মনের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন কর্ণ।

শ্রী কৃষ্ণ প্রত্যুত্তরে বলেন, বীরত্ব ও বড় মনের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন কর্ণ। 

4/9

krish1

কৃষ্ণের এই কথা শুনে সংশয় প্রকাশ করেন অর্জুন। বলেন, কীভাবে সবচেয়ে বড় দানবীর হতে পারেন কর্ণ?

কৃষ্ণের এই কথা শুনে সংশয় প্রকাশ করেন অর্জুন। বলেন, কীভাবে সবচেয়ে বড় দানবীর হতে পারেন কর্ণ?   

5/9

maha

তখনই ব্রাহ্মণের বেশ ধরে কর্ণের কাছে পৌঁছন কৃষ্ণ। ব্রাহ্মণকে দেখে কর্ণ জিজ্ঞেস করেন, আপনি দান চাইতে এসেছেন?

তখনই ব্রাহ্মণের বেশ ধরে কর্ণের কাছে পৌঁছন কৃষ্ণ। ব্রাহ্মণকে দেখে কর্ণ জিজ্ঞেস করেন, আপনি দান চাইতে এসেছেন? 

6/9

krish1

ব্রাহ্মণরূপী কৃষ্ণ বলেন, এই অবস্থায় আপনার কাছ থেকে কিছু চাই না। এটা শুনেই পাশ থেকে পাথর নিয়ে নিজের সোনার দাঁত ভেঙে ব্রাহ্মণকে ভিক্ষা দেন কর্ণ।

ব্রাহ্মণরূপী কৃষ্ণ বলেন, এই অবস্থায় আপনার কাছ থেকে কিছু চাই না। এটা শুনেই পাশ থেকে পাথর নিয়ে নিজের সোনার দাঁত ভেঙে ব্রাহ্মণকে ভিক্ষা দেন কর্ণ। 

7/9

krish

কর্ণের এহেন ব্যবহার দেখে নিজের রূপে আসেন শ্রী কৃষ্ণ। কর্ণের তিনটি ইচ্ছাপূরণের প্রতিশ্রুতি দেন।

কর্ণের এহেন ব্যবহার দেখে নিজের রূপে আসেন শ্রী কৃষ্ণ। কর্ণের তিনটি ইচ্ছাপূরণের প্রতিশ্রুতি দেন। 

8/9

krishna

তখন কর্ণ বলেন, নিচুবর্ণের সন্তান হিসেবে প্রতিপালিত হয়েছেন ক্ষত্রিয়পুত্র কর্ণ। সারাজীবন গঞ্জনা সহ্য করতে হয়েছে তাঁকে। কৃষ্ণ যেন পরের অবতার বা জন্মে তাঁর বর্ণের মানুষদের পাশে দাঁড়ান। দ্বিতীয় বর হিসেবে কর্ণ চান, তাঁর রাজ্যের দেখাশোন করুন শ্রী কৃষ্ণ।

তখন কর্ণ বলেন, নিচুবর্ণের সন্তান হিসেবে প্রতিপালিত হয়েছেন ক্ষত্রিয়পুত্র কর্ণ। সারাজীবন গঞ্জনা সহ্য করতে হয়েছে তাঁকে। কৃষ্ণ যেন পরের অবতার বা জন্মে তাঁর বর্ণের মানুষদের পাশে দাঁড়ান। দ্বিতীয় বর হিসেবে কর্ণ চান, তাঁর রাজ্যের দেখাশোন করুন শ্রী কৃষ্ণ।  

9/9

krishna

তৃতীয় বর হিসেবে কর্ণ কৃষ্ণের কাছে চান, পাপমুক্ত ব্যক্তির হাতেই যেন তাঁর শেষকৃত্য করা হোক। সে কারণে নিজের হাতে কর্ণের শেষকৃত্য করেছিলেন শ্রী কৃষ্ণ।

তৃতীয় বর হিসেবে কর্ণ কৃষ্ণের কাছে চান, পাপমুক্ত ব্যক্তির হাতেই যেন তাঁর শেষকৃত্য করা হোক। সে কারণে নিজের হাতে কর্ণের শেষকৃত্য করেছিলেন শ্রী কৃষ্ণ।