আইএস ডেরায় সেনা অভিযান, শ্রীলঙ্কার কালমুনাইয়ে নিহত ৬ শিশু সহ ১৫

Apr 27, 2019, 10:56 AM IST
1/6

s 6

s 6

কলম্বো-সহ শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় ধারাবাহিক বিস্ফোরণে জড়িত সন্দেহে ১৪০ জঙ্গির খোঁজে তল্লাশি শুরু করেছে শ্রীলঙ্কার সেনা ও পুলিস। শুক্রবার সেরকমই এক অভিযানে নিহত হল ১৫ জন। এদের মধ্যে রয়েছে ৬ শিশু ও ৩ মহিলা।

2/6

s 6

s 6

শুক্রবার রাতে পূর্ব শ্রীলঙ্কার কালমুনাইয়ে একটি অভিযান চালায় সেনা ও পুলিস। একটি বাড়িতে লুকিয়ে থাকা সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সেনার।

3/6

S 4

S 4

এনকাউন্টার চলার মধ্যেই ৩ জন নিজেদের বিস্ফোরণে উড়িয়ে দেয়। এদের আইএস জঙ্গি বলেই মনে করছে পুলিস। ওই বিস্ফোরণে মৃত্যু হয় ৩ মহিলা ও ৬ শিশুর।

4/6

S 3

S 3

সেনার মুখপাত্র সুমিথ আতাপাত্তু সংবাদমাধ্যমে জানিয়েছেন, সন্দেহজনক ঘরটিতে সেনা ঢোকার চেষ্টা করতেই সেখান থেকে প্রবল গোলাগুলি করা হয়। পাল্টা গুলি চালালে নিহত হয় ৬ জন।

5/6

S 2

S 2

ধারাবাহিক বিস্ফোরণের আগে একটি ভিডিও রেকর্ড করে ৮ আত্মঘাতী জঙ্গি। শুক্রবার অভিযানে গিয়ে সেই জায়গাটিকে খুঁজে পেয়েছে সেনা।

6/6

s 1

s 1

শ্রীলঙ্কার সেনা ও পুলিস সূত্রে জানা গিয়েছে জঙ্গিদের ডেরা থেকে আইএস এক পতাকা, ইউনিফর্ম, প্রচুর বিস্ফোরক, ড্রোন ক্যামেরা উদ্ধার করা হয়েছে।