সুশান্তের হাতে রাখী বাঁধছেন, ছবি শেয়ার করলেন 'দিল বেচারা' পরিচালকের বোন

Sep 03, 2020, 19:02 PM IST
1/5

সুশান্তের হাতে রাখী বেঁধেছিলেন, সেই স্মৃতি সযত্নে রেখে দিয়েছেন মমতা হান্দা। সম্প্রতি সুশান্তের সঙ্গে কাটানো রাখীর দিনের ছবি শেয়ার করেছেন মমতা। 

2/5

সুশান্তের হাতে রাখী বাঁধার পর তাঁকে মিষ্টি খাওয়াতেও দেখা গেল মমতা হান্দাকে। 

3/5

সুশান্তও রাখী বোনকে মিষ্টি খাইয়ে দেন। গত বছর 'দিল বেচারা'র শ্যুটিংয়ের সময়ই রাখী সেলিব্রেট করেন সুশান্ত ও মমতা। 

4/5

প্রসঙ্গত মমতা হান্দা হলেন 'দিল বেচারা'র পরিচালক মুকেশ ছাবরার বোন। সুশান্তের মৃত্যুর পর মমতা লিখেছিলেন,''তোমার অভাব সবসময় থাকবে আমার রাখী ভাই, আশাকরি এখন তুমি ভালো জায়গায় আছো।''

5/5

দিল বেচারার সেটে বাড়ির তৈরি খাবার খুশি মনে খাচ্ছেন সুশান্ত।