Sushmita Sen: ১৫ বছরের ছোট প্রেমিক রোহমান শল, ৩ বছর পর বিচ্ছেদ ঘোষণা সুস্মিতার

Dec 23, 2021, 19:41 PM IST
1/8

জল্পনার অবসান

Stop Speculation

নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা সেন ও তাঁর প্রেমিক রোহমান শলের বিচ্ছেদ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে।   

2/8

বিচ্ছেদের ঘোষণা

Break Up Announcement

বৃহস্পতিবার সুস্মিতা নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিচ্ছেদের খবর শেয়ার করেন। রোহমানের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে নায়িকা লেখেন, বন্ধুত্ব দিয়েই আমাদের সম্পর্কের শুরু আমরা এখনও বন্ধু। সম্পর্ক অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। কিন্তু ভালোবাসা রয়ে গেছে।   

3/8

বন্ধুতা দিয়ে শুরু

friendship starts

২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্য়মে কাশ্মীরের রোহমানের সঙ্গে পরিচয় হয়েছিল সুস্মিতার। সেখান থেকেই শুরু বন্ধুত্ব।   

4/8

প্রথম পরিচয়

First look

ইনস্টাগ্রামে সুস্মিতাকে মেসেজ করেছিলেন রোহমান। ধীরে ধীরে বন্ধুতা গড়ায় প্রেমে। নিজের থেকে ১৫ বছরের ছোট রোহমানের প্রেমে পড়েছিলেন সুস্মিতা।   

5/8

পারিবারিক সম্পর্ক

Family relation

শুধু সুস নয়, তাঁর দুই মেয়ের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল রোহমানের। মাঝে মাঝেই একসঙ্গে দেখা যেত তাঁদের।   

6/8

বিয়ের জল্পনা

Marriage Speculation

কয়েকমাস আগেই হুগলীর কোন্নগরে এক আত্মীয়ের বিয়েতে রোহমানকে সঙ্গে নিয়েই এসেছিলেন সুস্মিতা। সেখান থেকেই শুরু হয়েছিল সুস্মিতার বিয়ের জল্পনাও।   

7/8

বিচ্ছেদ

Break Up

অবশেষে বিচ্ছেদের ঘোষণা করেন প্রাক্তন বিশ্বসুন্দরী। সোশ্যাল মিডিয়ায় তিনি হ্যাশট্যাগ দেন, 'বাঁচুন আর বাঁচতে দিন' ও 'জল্পনার অবসান'

8/8

অভিনয়ে বাজিমাত

Acting Skill

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আরিয়া টু। প্রথম সিজনের মতোই দ্বিতীয় সিজনেও ক্রিটিক থেকে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন নায়িকা।