কালো টাকা উদ্ধারে সাফল্য; ২ কোম্পানি, ৩ ব্যক্তির তথ্য দিতে রাজি সুইত্জারল্যান্ড

Dec 02, 2018, 23:30 PM IST
1/7

কালো টাকা গচ্ছিত রাখার স্বর্গরাজ্য সুইত্জারল্যান্ড। দুটি সংস্থা ও তিন জনের ব্যাপারে তথ্য দিতে সম্মত হল সেই দেশের সরকার। 

2/7

এই দুটি সংস্থা ও তিন ব্যক্তির সম্পত্তি নিয়ে তদন্ত চলছে ভারতে।  একটি কোম্পানি নথিবদ্ধ, আর একটি কোম্পানির বিরুদ্ধে তছরূপের অভিযোগ ওঠায় সেবির নজরে রয়েছে। ওই সংস্থার সঙ্গে তামিলনাড়ুর রাজনীতিকদের যোগ রয়েছে বলে খবর। 

3/7

সুইস সরকারের নির্দেশিকা অনুযায়ী, জিওডেসিক লিমিটেড ও আধি এন্টারপ্রাইজের ব্যাপারে তথ্য ভারতকে প্রশাসনিক সহযোগিতা করবে সে দেশের কর দফতর। 

4/7

ওঙ্কার শ্রীবাস্তব, প্রশান্ত মুলেকার ও কিরণ কুলকার্ণিকে নিয়ে সহযোগিতায় রাজি হয়েছে সুইস সরকার।   

5/7

তবে সম্পত্তির পরিমাণ সম্পর্কিত নির্দিষ্ট কোনও তথ্য দেবে না সুইস সরকার। প্রমাণ ও করখেলাপি সংক্রান্ত উপযুক্ত নথির ভিত্তিতে তথ্য জানাবে তারা। 

6/7

সুইস সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুইস ফেডারেল কর প্রশাসনের (FTA)-র বিরুদ্ধে আবেদনের সুযোগ পাবে দুটি সংস্থা।

7/7

১৯৮২ সালে খুলেছিল জিওডেসিক কোম্পানি। সংস্থাটি নথিভূক্ত আর নেই। শেয়ার বিক্রিও সাসপেন্ড করা হয়েছে। তাদের ওয়েবসাইটটিও অকেজো। কোম্পানির পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্ছা নিয়েছে সেবি।